খেলাধুলা

শততম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া প্রতিবেদক : দেখতে দেখতে ৯৯টি টেস্ট খেলে ফেলেছে বাংলাদেশ দল। বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। যেটি বাংলাদেশের শততম টেস্ট। অবশ্য এই টেস্টে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে কিছুটা অস্বস্তি রয়েছে। আর সেটা অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে শেষ টেস্টের স্কোয়াড থেকে বাদ দেওয়ায়। তারপরও শততম টেস্টে বাংলাদেশ দল জয় ভিন্ন অন্যকিছু চিন্তা করছে না। এই টেস্টকে সামনে রেখে তামিম ইকবালের সবচেয়ে সফল উদ্বোধনী সঙ্গী ইমরুল কায়েসকে উড়িয়ে নেওয়া হয়েছে শ্রীলঙ্কায়। আগের টেস্টে তিনজন পেসারকে খেলানো হলেও শততম টেস্টে তিন পেসারে কিছুটা পরিবর্তন আসতে পারে। শুভাশীষ রায়ের পরিবর্তে দলে ঢুকতে পারেন কামরুল ইসলাম রাব্বি। সেটা যদি না হয়, তাহলে একজন বিশেষজ্ঞ স্পিনারও রাখা হতে পারে। মাহমুদউল্লাহ বাদ পড়ায় ইমরুল কায়েসের সেরা একাদশে ঢোকার জোরালো সম্ভাবনা রয়েছে। শততম টেস্টের সেরা একাদশে ঢুকতে পারেন সাব্বির রহমান রুম্মনও। একাদশের বাইরে চলে যেতে পারেন টেস্টে খারাপ সময় পার করা মুমিনুল হক। তার আগে চলুন দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার বিপক্ষ বাংলাদেশের দ্বিতীয় টেস্টের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে। বাংলাদেশের সম্ভাব্য একাদশ : ১. তামিম ইকবাল ২. সৌম্য সরকার ৩. ইমরুল কায়েস ৪. মুশফিকুর রহিম ৫. সাকিব আল হাসান ৬. সাব্বির রহমান ৭. লিটন কুমার দাস ৮. মেহেদী হাসান মিরাজ ৯. কামরুল ইসলাম রাব্বি/তাইজুল ইসলাম ১০. মুস্তাফিজুর রহমান ১১. তাসকিন আহমেদ। রাইজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৭/আমিনুল/পরাগ