খেলাধুলা

বাংলাদেশের ৯৯ টেস্টের পরিসংখ্যান

রাব্বি খান : ২০০০ সালের নভেম্বরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে টেস্টে পথ চলা শুরু করে বাংলাদেশ। এরপর পেরিয়ে গেছে ১৬টি বছর। পেরিয়ে গেছে লম্বা সময়। এই লম্বা পথপরিক্রমায় বাংলাদেশ খেলে ফেলেছে ৯৯টি টেস্ট। আগামীকাল (বুধবার) শ্রীলংকার পি. সারা ওভাল স্টেডিয়ামে টাইগারদের শততম টেস্ট শুরু হতে যাচ্ছে। এই শততম টেস্টকে ঘিরেই এখন যত আলোচনা। বিভিন্ন উদ্যোগও নিয়েছে বাংলাদেশ ক্রিকেট ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাছাড়া শততম এই টেস্টে দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য থাকছে স্মারক ক্যাপ, ক্রেস্ট ও বিশেষ ব্লেজার। যাতে লেখা থাকবে ‘শততম টেস্ট’। এছাড়াও থাকছে বিশেষ স্যুভেনির। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বাংলাদেশ এখন পর্যন্ত ৯৯টি টেস্ট খেলেছে। সব মিলিয়ে অধিনায়ক ৯ জন। প্রথম অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্জয়। আর সর্বোচ্চ ২৮ ম্যাচের নেতৃত্ব দিয়েছেন বর্তমান টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। বাংলাদেশের ক্রিকেটভক্তদের আলোচনায় এখন শততম টেস্ট। এই টেস্টের আলোচনায় বার বার উঠে আসছে খেলে আসা ৯৯ টেস্টের ইসিহাস। তাই টাইগারদের শততম টেস্ট এর আগে ক্রিকেট ভক্তদের জন্য তুলে ধরা হল ৯৯ টেস্টের সংক্ষিপ্ত পরিসংখ্যান। এক নজরে ৯৯ টেস্ট পরিসংখ্যান : অভিষেক টেস্ট : ১০ নভেম্বর, ২০০০, প্রতিপক্ষ- ভারত। বাংলাদেশের মোট টেস্ট : ৯৯টি। টেস্ট জয় : ৮টি। টেস্ট হার : ৭৬টি। টেস্ট ড্র : ১৫টি। টেস্ট ক্যাপ পড়া ক্রিকেটারের সংখ্যা : ৮৫ জন। টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর : সাকিব আল হাসান (২১৭), প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ২০১৭, ভেন্যু, বেসিন রিসার্ভ। ডবল সেঞ্চুরিয়ান : মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান। টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ রান : তামিম ইকবাল (৩, ৫৪৬ রান)। টেস্টে সেরা ব্যাটিং গড় : মুমিনুল হক (৪৬.৮৯)। টেস্টে এক ইনিংসে সেরা বোলিং : তাইজুল ইসলাম (৮/৩৯), প্রতিপক্ষ জিম্বাবুয়ে ২৫-১০-১৪, ভেন্যু : শেরে-ই-বাংলা স্টেডিয়াম (মিরপুর)। টেস্টে দুই ইনিংসে সেরা বোলিং : মেহেদী হাসান মিরাজ (১২/১৫৯), প্রতিপক্ষ ইংল্যান্ড, ২৮-১০-১৬, ভেন্যু: শেরে-ই-বাংলা স্টেডিয়াম (মিরপুর)। টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক : সাকিব আল হাসান (১৭০)টি। টেস্টে সেরা বোলিং গড় : সাকিব আল হাসান (৩৩.৩১)। টেস্টে সেরা ক্যাচ সংগ্রহকারি : মাহমুদুল্লাহ রিয়াদ (৩৩)টি। টেস্টে সর্বোচ্চ দলীয় সংগ্রহ : ৬৩৮ রান, প্রতিপক্ষ শ্রীলংকা, ভেন্যু : গল, ৮-৩-২০১৩। টেস্টে সর্বনিন্ম দলীয় সংগ্রহ : ৬২ রান, প্রতিপক্ষ শ্রীলংকা, ভেন্যু : পি সারা ওভাল, ৩-৭-২০০৭। টেস্টে সর্বোচ্চ রান তাড়া করে জয় : ২১৭/৬, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ১৭-৭-০৯, ভেন্যু : গ্রানাডা। টেস্টে প্রথম সেঞ্চুরি : আমিনুল ইসলাম বুলবুল (১৪৫), প্রতিপক্ষ-ভারত, ১০-১১-২০০০, ভেন্যু : বঙ্গবন্ধু স্টেডিয়াম। তাইতো ক্রিকেট ভক্তদের আশা ঐতিহাসিক এই শততম টেস্টে ভালো কিছু উপহার দিবে টাইগাররা। আর যেহেতু শততম ঐতিহাসিক টেস্ট ম্যাচ, তাই উত্তেজনা আর আগ্রহ বেশি। অধিনায়ক, কোচ, টিম ম্যানেজম্যান্ট সবাই শততম টেস্টকে স্মরণীয় করে রাখতে চান। তাই বলাই যায়, কাল (বুধবার) অন্য এক বাংলাদেশকে মাঠে দেখবে ক্রিকেটপ্রেমিরা। এই পি. সারা ওভাল স্টেডিয়ামে বাংলাদেশ প্রথমবার টেস্ট খেলেছিল ২০০৫ সালে। ১৬ বছর আগে সে টেস্টে বাংলাদেশ ইনিংস ও ৬৯ রানে হেরেছিল। তবে সকল ইতিহাস ভুলে কাল (বুধবার) থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে এবং বাংলাদেশের শততম এই টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়াবে মুশফিকুর রহিমের দল। তেমনটাই প্রত্যশা সবার। রাইজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৭/রাব্বি খান/আমিনুল