খেলাধুলা

পূজারার রেকর্ডময় দিন

ক্রীড়া ডেস্ক : আগের দিনেই সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন ১৩০ রানে। আজ চতুর্থ দিনে সেটিকে ডাবলে রূপ দিলেন চেতেশ্বর পূজারা। সেঞ্চুরি করলেন ঋদ্ধিমান সাহা। আর শেষ বিকেলে ঘূর্ণি জাদু দেখালেন রবীন্দ্র জাদেজা। তাতে চতুর্থ দিন শেষে রাঁচি টেস্টের লাগাম ভারতের হাতে। পূজারা ২০২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ৫২৫ বলে। বলে হিসাবে ভারতীয় ব্যাটসম্যানের সবচেয়ে বড় ইনিংস এটি। আগের রেকর্ড ছিল রাহুল দ্রাবিড়ের। প্রাক্তন ব্যাটসম্যান দ্রাবিড় ২০০৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ার সেরা ২৭০ রান করতে খেলেছিলেন ৪৯৫ বল। ১৯৬৪ সালে ইংল্যান্ডের কেন ব্যারিংটনের পর প্রথম কোনো ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০০ বা এর বেশি বল খেললেন। সেবার ওল্ড ট্র্যাফোর্ডে ৬২৪ বল খেলেছিলেন ব্যারিংটন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০০ বা এর বেশি বল খেলা মাত্র চতুর্থ ব্যাটসম্যান পূজারা। পূজারা আজ ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন ৫২১ বলে। যেটি ভারতীয় কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। এর আগে সবচেয়ে ধীরগতির ডাবল সেঞ্চুরি ছিল নবজ্যোৎ সিং সিধুর, ১৯৯৭ সালে পোর্ট অব স্পেনে ৪৮৮ বলে। অন্যদিকে ঋদ্ধিমান তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। আগের দিনে ব্যাটিংয়ে নামা এই দুজনের সপ্তম উইকেট জুটি আজ প্রথম দুই সেশনেও ভাঙতে পারেনি অস্ট্রেলিয়া। চা বিরতির পর পূজারাকে ফিরিয়ে ১৯৯ রানের রেকর্ড জুটি ভাঙেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই ভারতের সর্বোচ্চ রানের সপ্তম উইকেট জুটি। পূজারার বিদায়ের পর ব্যক্তিগত ১১৭ রানে ফেরেন ঋদ্ধিমানও। এরপর জাদেজার অপরাজিত ৫৪ রানের সুবাদে ভারত প্রথম ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৬০৩ রানে। যা প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৫১ রানের চেয়ে ১৫২ রান বেশি। অস্ট্রেলিয়ার পক্ষে প্যাট কামিন্স নেন সর্বোচ্চ ৪ উইকেট। দিনের ৮ ওভারে বাকি থাকতে ব্যাটিংয়ে নেমে ডেভিড ওয়ার্নার ও নাথান লায়নের উইকেট হারায় অস্ট্রেলিয়া। দারুণ এক ডেলিভারিতে ওয়ার্নারকে বোল্ড করার পর নাইটওয়াচম্যান লায়নের স্টাম্পও ভাঙেন জাদেজা। ম্যাট রেনশ অপরাজিত আছেন ৭ রানে। অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ২৩। এখনো ১২৯ রানে পিছিয়ে আছে সফরকারীরা। রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৭/পরাগ