খেলাধুলা

আচমকা ওয়ানডে দলে মিরাজ

ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। আজকেই ঢাকা থেকে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে এ অফ স্পিনারের। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে আসন্ন ইমার্জিং এশিয়া কাপে খেলার জন্য দেশে চলে আসেন মিরাজ। তবে ওয়ানডে দলে হঠাৎ জায়গা পাওয়ায় আবারও দলের সঙ্গে যোগ দিতে হচ্ছে তাকে। বাংলাদেশের হয়ে ৭টি টেস্ট খেলা হলেও এখনও সংক্ষিপ্ত ফরম্যাটে খেলা হয়নি মিরাজের। তবে এবার লঙ্কান বাহাতি মারকুটে ব্যাটসম্যানদের কথা বিবেচনায় সেই অপেক্ষার অবসান হতে পারে তার।  মিরাজের পরিবর্তে ইমার্জিং টিমে খেলবেন অফ ব্রেক বোলার নাঈম হাসান। জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম ডিভিশনের হয়ে এই মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। এছাড়া বাংলাদেশ ক্রিকেট লিগেও ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে খেলেছেন নাঈম হাসান। বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

 

১. তামিম ইকবাল

২. সৌম্য সরকার

৩. ইমরুল কায়েস.

৪. মুশফিকুর রহিম

৫. সাকিব আল হাসান

৬. সাব্বির রহমান

৭. মাহমুদউল্লাহ

৮.মাশরাফি বিন মুর্তজা

৯. মুস্তাফিজুর রহমান

১০.মোসাদ্দেক হোসেন

১১. রুবেল হোসেন

১২. তাসকিন আহমেদ

১৩. শুভাশীষ রয়

১৪. সানজামুল ইসলাম

১৫. শুভাগত হোম

১৬. নুরুল হাসান

১৭. মেহেদী হাসান মিরাজ রাইজিংবিডি/ঢাকা/২৩ মার্চ ২০১৭/শামীম