খেলাধুলা

অভিষিক্ত শাদাবের বোলিং ভেলকিতে পাকিস্তানের জয়

ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রোববার রাতে অভিষেক হয় পাকিস্তানের স্পিনার শাদাব খানের। টস জিতে পাকিস্তান বল করার সিদ্ধান্ত নেয়। টস হেরে ব্যাট করতে নামে স্বাগতিকরা। ৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ১ উইকেট হারিয়ে ৩৭। অষ্টম ওভারে অভিষিক্ত শাদাব খানের হাতে বল তুলে দেন অধিনায়ক সরফরাজ আহমেদ। শাদাবের প্রথম বলটি ঠিকমতো খেলতে পারেননি চাদউইক ওয়ালটন। দ্বিতীয় বলেই আউট হয়ে যান ওয়ালটন। চতুর্থ বলে বোল্ড হয়ে যান লেন্ডাল সিমন্স। প্রথম আন্তর্জাতিক ম্যাচে নিজের প্রথম ওভারে ১ রান দিয়ে নেন ২ উইকেট! দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে আবারও উইকেট পান শাদাব। তাতে ৮ বলে ১ রান দিয়ে ৩ উইকেট নিজের ঝুলিতে পোরেন পাকিস্তানের অভিষিক্ত এই খেলোয়াড়। আরো একটি উইকেট পেতে পারতেন তিনি। তার করা তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে কিরেন পোলার্ডের ক্যাচ ছাড়েন কামরান আকমল। নির্ধারিত কোটার ৪ ওভার বল করে ৭ রান দিয়ে ৩ উইকেট নেন অভিষিক্ত শাদাব খান। এমন রাজকীয় অভিষেক কী প্রত্যাশা করেছিলেন শাদাব? হয়তো করেননি। তার অসাধারণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১১ রানের বেশি করতে পারেনি। ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রাথওয়েট অপরাজিত ৩৪ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন ওয়ালটন। ১১২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানকেও বেশ বেগ পেতে হয়। শেষ পর্যন্ত ১১২ রানের জয় পেতে ১৭.১ ওভার খেলতে হয় সফরকারীদের। আর উইকেট হারাতে হয় ৪টি। এ জয়ের ফলে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। অভিষেকেই ম্যাচসেরা হন শাদাব খান। রাইজিংবিডি/ঢাকা/২৭ মার্চ ২০১৭/আমিনুল/এএন