খেলাধুলা

মাঠে গড়াল ম্যাক্স ইমার্জিং এশিয়া কাপ

ক্রীড়া প্রতিবেদক : এশিয়ার আটটি দেশের অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের টুর্নামেন্ট ম্যাক্স ইমার্জিং এশিয়া কাপ আজ সোমবার মাঠে গড়িয়েছে। উদ্বোধনী দিনে তিন ভেন্যুতে দুই গ্রুপের চারটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ‘বি’ গ্রুপের ম্যাচে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর মাঠে হংকংয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। একই ভেন্যুর ২ নম্বর মাঠে লড়ছে পাকিস্তান ও নেপাল অনূর্ধ্ব-২৩ দল। এদিকে ‘এ’ গ্রুপের ম্যাচে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও মালয়েশিয়া। আর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ময়দানি লড়াইয়ে নেমেছে ভারত ও শ্রীলঙ্কা। অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের এই টুর্নামেন্ট হলেও টেস্ট খেলুড়ে দেশ ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান এই চারটি দেশের জাতীয় দলের চারজন করে খেলোয়াড় খেলার সুযোগ পাবেন। সে অনুযায়ী ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন মুমিনুল হক। তার সহকারী হিসেবে আছেন নাসির হোসেন। ২৭-৩০ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের খেলা। ১ এপ্রিল থেকে চট্টগ্রামের এমএ আজিজ ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ফাইনাল। দিবারাত্রির ফাইনাল ম্যাচটি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। স্টার স্পোর্টসেরও ম্যাচটি সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে। ইমার্জিং এশিয়া কাপের ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া। ‘বি’ গ্রুপে রয়েছে স্বাগতিক বাংলাদেশ, পাকিস্তান, হংকং ও নেপাল।

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ মার্চ ২০১৭/আমিনুল/এএন