খেলাধুলা

৮ উইকেটে জিতল বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি : ইমার্জিং এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সোমবার হংকংকে ৮ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে মুমিনুল বাহিনী। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর মাঠে হংকং প্রথমে ব্যাট করতে নামে। ৩৫.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে হংকং। ১২৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১৬.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। মুমিনুল-নাসিররা জয়লাভ করে ৮ উইকেটে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন সাইফ হাসান। তিনি অপরাজিত ৫৮ রান করেন। এ ছাড়া নাজমুল হাসান শান্ত অপরাজিত ২৪, আজমির ১৫ ও অধিনায়ক মুমিনুল হক ২১ রান করেন।

 

এর আগে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হংকংয়ের অধিনায়ক আনসুমান রাথ। ব্যাটিংয়ে নেমে হংকং শুরু থেকেই সুবিধা করতে পারেনি। দলের পক্ষে বাবর হায়াত ৩৭ আর নিজাখাত খান ২৬ রান করেন। বাংলাদেশি বোলারদের তোপে বাকিরা আসা যাওয়ার মধ্যেই ছিলেন। আর হংকংকে দ্রুত অল আউট করতে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিলেন অধিনায়ক মুমিনুল হক আর সহ-অধিনায়ক নাসির হোসেন। দুজনেই ৩টি করে উইকেট শিকার করেন। রাইজিংবিডি/কক্সবাজার/২৭ মার্চ ২০১৭/সুজাউদ্দিন রুবেল/আমিনুল