খেলাধুলা

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি আগামীকাল মঙ্গলবার বিকেলে মাঠে গড়াবে। বিকেল ৩টা থেকে রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, বিটিভি, টেন স্পোর্টস, টেন-৩ ও টেন-১ এইচডি। প্রথম ওয়ানডেটি দাপটের সঙ্গে জিতে নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৩২৫ রানের টার্গেট ছুড়ে দিয়ে ২৩৪ রানে অলআউট করে। জয় পায় ৯০ রানে। মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হয়তো তাদের একাদশে পরিবর্তন আনবে না। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা বেশি। তবে শ্রীলঙ্কা দলে একাধিক পরিবর্তন আসতে পারে। ডাম্বুলায় দ্বিতীয় ওয়ানডেটি জিতে বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করতে চায়। অন্যদিকে শ্রীলঙ্কা চায় ঘুরে দাঁড়াতে। তার আগে চলুন দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ: বাংলাদেশের একাদশ : ১. তামিম ইকবাল ২. সৌম্য সরকার ৩. সাব্বির রহমান ৪. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক) ৫. সাকিব আল হাসান ৬. মাহমুদউল্লাহ রিয়াদ ৭. মোসাদ্দেক হোসেন সৈকত ৮. মেহেদী হাসান মিরাজ ৯. মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ১০. তাসকিন আহমেদ ১১. মুস্তাফিজুর রহমান। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ১ এপ্রিল কলম্বোতে। রাইজিংবিডি/ঢাকা/২৭ মার্চ ২০১৭/আমিনুল