খেলাধুলা

লর্ডসে খেলবে আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক : আফগানিস্তান ক্রিকেট দল স্পর্শ করতে যাচ্ছে আরেকটি মাইলফলক। প্রথমবারের মতো ক্রিকেটে ‘মক্কা’ হিসেবে পরিচিত লর্ডসে খেলবে তারা। আগামী ১১ জুলাই ৫০ ওভারের ম্যাচটিতে আফগানিস্তানের প্রতিপক্ষ মেরিলিবন ক্রিকেট ক্লাব (এমসিসি)। যে দলের নেতৃত্বে থাকবেন প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। বিষয়টি নিশ্চিত করেছেন এমসিসির সভাপতি ম্যাথু ফ্লেমিং, ‘আগামী গ্রীষ্মে আমরা আফগানিস্তানকে স্বাগত জানাব। আফগানিস্তান ক্রিকেটে বড় এক অর্জন হতে যাচ্ছে এটি এবং এমসিসি শক্তিশালী একটি দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে। আফগানিস্তানের ক্রিকেটের উন্নতিতে এই সফর দারুণ কাজে দেবে।’ এই নিয়ে দ্বিতীয়বার এমসিসি ও আইসিসির সহযোগী দেশের মধ্যে কোনো ম্যাচ হতে যাচ্ছে লর্ডসে। গত গ্রীষ্মে লর্ডসে এমসিসির বিপক্ষে ৫০ ওভারের ম্যাচ খেলেছিল নেপাল। রাইজিংবিডি/ঢাকা/৮ এপ্রিল ২০১৭/পরাগ