খেলাধুলা

‘মাশরাফির অবসরের ধরন নিয়ে ব্যথিত’

ক্রীড়া প্রতিবেদক : মাশরাফি বিন মুর্তজার আচমকা টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘটনায় ব্যথিত তার ভক্তরা। মাশরাফির অবসর নিয়ে কোনো ক্ষোভ না থাকলেও অবসরের ধরন নিয়ে ব্যথিত তারা। শুধু মাশরাফি-ভক্তরা নন, ক্রিকেটপ্রেমীরাও মাশরাফির আচমকা অবসর মেনে নিতে পারছে না কোনোভাবেই। এজন্য শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে মানববন্ধন করেছেন তারা। বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে স্টেডিয়ামের ২ নম্বর ও ৩ নম্বর গেটের সামনে হাজির হন ক্রিকেটপ্রেমীরা। বিকেল ৩টা থেকে প্রায় ৪৫ মিনিট রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেন তারা। ব্যানারে কোচ চন্ডিকা হাথুরুসিংহের ওপর চাপা ক্ষোভও নজর কেড়েছে। কেউ লিখেছেন, ‘হাথুরু মুক্ত বিসিবি চাই।’ আবার কেউ লিখেছেন, ‘হাথুরুসিংহের সেচ্ছ্বাচারিতা বন্ধ করতে হবে।’ কারো কারো অভিযোগ টিম ম্যানেজমেন্ট থেকে সিনিয়র ক্রিকেটাররা প্রাপ্য সম্মান পাচ্ছে না। এজন্য কেউ লিখে এনেছেন, ‘সিনিয়র ক্রিকেটারদের প্রাপ্য সম্মান চাই।’ কেউ লিখেছেন, ‘ড্রেসিংরুমে অস্থিরতা চাই না।’ মাশরাফিকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘থ্যাংক ইউ মাশরাফি।’ কারো হাতে ছিল, ‘মাশরাফি ইজ লাইফ, লাইফ ইজ মাশরাফি।’ মাশরাফিকে ফেরার অনুরোধ জানিয়ে কেউ লিখেছেন, ‘ফিরে এসো কৌশিক।’ রাইজিংবিডি/ঢাকা/৮ এপ্রিল ২০১৭/ইয়াসিন/পরাগ