খেলাধুলা

মিরপুরে মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কা থেকে ফেরার পর সোমবার মিরপুর শের-ই-বাংলায় পা পড়ে মাশরাফি বিন মুর্তজার। তার আগামনী খবরে স্টেডিয়াম পাড়া উৎসব মুখর পরিবেশের তৈরি হয়। মাশরাফি আগমণের পর সেই রেশ থেকে যায় অনেকক্ষণ। শুধুমাত্র জিম করতেই আজ মিরপুরে এসেছিলেন মাশরাফি। তাকে কাছে পেয়ে ক্রিকেট বোর্ডের কর্মকর্তা ও কর্মচারী সবাই ছিল প্রাণবন্ত। কেউ কেউ ছবি তোলার বায়না করেন। মাশরাফিও সেই বায়না হাসিমুখে মিটিয়েছেন।

 

জিমে তার সঙ্গে ঘাম ঝরান মোহামেডান স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের খেলোয়াড়রা। অলোক কাপালি, রবিউল ইসলাম শিপলুরা মাশরাফির সঙ্গে জাতীয় দলে খেলেছেন দীর্ঘদিন। পুরোনো সতীর্থদের কাছে পেয়ে আড্ডা দিতে ভুল করেননি বাংলাদেশের সীমিত পরিসরের অধিনায়ক। সেই সময়ে সাথে ছিলেন অনেক জুনিয়র ক্রিকেটারও। জিমে সাইক্লিং ও রানিং করেন মাশরাফি। এছাড়া অন্যান্য ট্রেনিংও করতে দেখা গেছে তাকে। আগামী বুধবার মাঠে নামবেন মাশরাফি।  ঢাকা প্রিমিয়ার লিগে এবার লিজেন্ডস অব রূপগঞ্জে খেলবেন মাশরাফি। সতীর্থ হিসেবে মাশরাফি প্রথমবারের মত পেয়েছেন মুশফিকুর রহিমকে। বিকেএসপির-৪ নম্বর মাঠে মাশরাফিদের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন।   রাইজিংবিডি/ঢাকা/১০ এপ্রিল ২০১৭/ইয়াসিন/আমিনুল