খেলাধুলা

ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ফুটবল আগামী মাসে

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটির ব্যবস্থাপনায় আগামী মাসে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৭’। রোববার বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীমের সঙ্গে কথা বলে এমনটাই জানা গিয়েছে। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আগামী মাসে অনুষ্ঠিত হবে মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ ১০ মে। টেলিভিশন, দৈনিক পত্রিকা, অনলাইন ও সংবাদ সংস্থার মোট ২৪টি দল এই টুর্নামেন্টে অংশ নিবে। প্রথমে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। এরপর ৮ গ্রুপের শীর্ষ আটটি দল কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলবে। ৭ দিন ব্যাপী এই টুর্নামেন্টের ম্যাচগুলো হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর আগে ওয়ালটন গ্রুপ দুইবার বিএসজেসি আয়োজিত মিডিয়া কাপ ক্রিকেটের পৃষ্ঠপোষকতায় ছিল। এবারই প্রথম মিডিয়া কাপ ফুটবলের পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছে তারা। সে জন্য তাদের ধন্যবাদ জানাই।’ এ বিষয়ে যোগাযোগ করা হলে ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) রাইজিংবিডিকে বলেন, ‘বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটির (বিএসজেসি) ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে যাওয়া মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের সঙ্গে আমরা ওয়ালটন পরিবার যুক্ত হতে যাচ্ছি। এর আগে অন্যান্য সংগঠন আয়োজিত মিডিয়া কাপ ফুটবলে ওয়ালটন পৃষ্ঠপোষকতা করলেও বিএসজেসির সঙ্গে এবারই প্রথম। আমরা ওয়ালটন পরিবার দেশের সকল খেলায় অবদান রাখতে চাই এবং অবদান রেখে যাচ্ছিও। তারই অংশ হিসেবে এ টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হওয়া। ফুটবল খেলার প্রতি সকলেরই অন্যরকম টান রয়েছে। পেশাগত কর্মব্যস্থতার মাঝে এমন একটি আয়োজনে অংশ নিতে পারলে সাংবাদিকরা আনন্দিত হবেন। গতানুগতিক কাজের ভাজেও কিছুটা নিরেট বিনোদন পাবেন। যা তাদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে। পাশাপাশি একে অপরের প্রতি আন্তরিকতা বাড়বে। তাছাড়া আমরা চাই বিভিন্ন প্রতিষ্ঠান, সংবাদ সংস্থা  ও মিডিয়া হাউজের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক আরো দৃঢ় হোক।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ এপ্রিল ২০১৭/আমিনুল