খেলাধুলা

মুশফিকের পর নাঈমের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক: ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে আজ মুশফিকুর রহিমের পর সেঞ্চুরির দেখা পান নাঈম ইসলাম। বিকেএসপির ৪ নম্বর মাঠে ডিপিএলের নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শেখ জামালের মুখোমুখি হয়েছে রূপগঞ্জ। টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রূপগঞ্জের অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাট করতে নেমে দলীয় ৫ রানের সময় ব্যক্তিগত ০ রানে সাজঘরে ফেরেন দলটির ওপেনার হাসানুজ্জামান। এরপর দলীয় ১৩ রানের সময় আউট হয়ে ফেরেন আরেক ওপেনার আবু সায়েম। তবে শুরুর ধাক্কা সামলে দলপতি মুশফিকুর রহিমের সঙ্গে ২২৫ রানের দুর্দান্ত এক জুটিতে দলকে ভালো সংগ্রহ এনে দেন নাঈম ইসলাম। মুশফিকের পর দারুণ ব্যাটিং প্রদর্শনীতে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ১০৭ বল মোকাবেলা করে ৭টি চার ও ১ ছক্কায় সেঞ্চুরি পূরণ করেন তিনি। শেষপর্যন্ত ১০৩ রানে ইলিয়াস সানির শিকার হন নাঈম। ডিপিএলের চলতি আসরের চতুর্থ সেঞ্চুরিটি করলেন নাঈম। খেলাঘরের বিপক্ষে আবাহনীর হয়ে প্রথম সেঞ্চুরিটি হাঁকিয়েছিলেন মোসাদ্দেক। এরপর মোহামেডান স্পোর্টিংয়ের বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে সেঞ্চুরি হাঁকান নাসির হোসেন। শেখ কামালের বিপক্ষে মুশফিকের প্রথম সেঞ্চুরির পর সেঞ্চুরির দেখা পান নাঈম ইসলাম। রাইজিংবিডি/ঢাকা/১৭ এপ্রিল ২০১৭/শামীম/টিপু