খেলাধুলা

সেঞ্চুরির সামনে রামোস

ক্রীড়া ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। তার আগে সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে সার্জিও রামোস। সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় আজ রাত পৌনে ১টায় শুরু ম্যাচটি হবে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ অধিনায়কের শততম ম্যাচ। রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় ম্যাচ খেলার সেঞ্চুরি করতে পেরেছেন মাত্র তিনজন খেলোয়াড়- রবার্তো কার্লোস (১০৯), রাউল গঞ্জালেস (১৩২) ও ইকার ক্যাসিয়াস (১৫২)। এর মধ্যে ক্যাসিয়াস এখনো খেলে যাচ্ছেন পর্তুগিজ ক্লাব পোর্তোর হয়ে। রিয়ালের প্রাক্তন এই গোলরক্ষক দুই ক্লাব মিলিয়ে খেলেছেন ১৬৪ ম্যাচ। সব মিলিয়ে ৩০ জন খেলোয়াড় ইউরোপ সেরার প্রতিযোগিতায় ম্যাচ খেলার সেঞ্চুরি করেছেন। ছয়জন স্প্যানিশ খেলোয়াড় চ্যাম্পিয়নস লিগে ম্যাচ খেলার সেঞ্চুরির পাশাপাশি একাধিক ট্রফি জিতেছেন। রাউল ও ক্যাসিয়াস ছাড়া বাকি চারজন হলেন বার্সেলোনার কার্লোস পুয়োল, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ এবং রিয়াল ছেড়ে এখন বায়ার্নে খেলা জাবি আলোনসো। সেই তালিকায় আজ সপ্তম খেলোয়াড় হিসেবে যুক্ত হতে যাচ্ছেন রামোস। ২০১৪ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে যোগ করা সময়ে গোল করে রিয়ালকে সমতায় ফিরিয়ে দশম শিরোপা জেতাতে ভূমিকা রাখা রামোসের নিশ্চয় বড় একটি অর্জন এটি। রাইজিংবিডি/ঢাকা/১৮ এপ্রিল ২০১৭/পরাগ