খেলাধুলা

ভালো খেলে দলে জায়গা করে নিতে চাই : নাসির

ক্রীড়া প্রতিবেদক : ছয় মাস পর দলে ঠাঁই পেয়েছেন নাসির হোসেন। আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের দলে জায়গা পেয়েছেন তিনি। দলে না থাকলেও নিয়মিত খেলার মধ্যেই ছিলেন। রানও পাচ্ছিলেন। তারই প্রতিদান হিসেবে ছয় মাস পর জাতীয় দলে তার অন্তর্ভূক্তি। বৃহস্পতিবার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন নাসির। আরো আগেই সুযোগ পেতে পারতেন কিনা জানতে চাইলে নাসির বলেন, ‘এটা আসলে বলা কঠিন। কারণ আমি চেষ্টা করছি দলে ফেরার জন্য। যারা আমাকে নির্বাচন করেছেন, তাদেরকে ধন্যবাদ। কারণ, তারা আমার প্রতি আস্থা রেখেছেন। আমি সব সময়ই চেষ্টা করেছি পারফর্ম করতে। যখনই যেখানে সুযোগ পেয়েছি পারফর্ম করতে চেয়েছি। এখন সুযোগ পাওয়াই শেষ কথা নয়। আসল কাজ হল সেখানে গিয়ে পারফর্ম করা। এখন আত্মবিশ্বাস অনেক ভালো। যখন রান আসে তখন আত্মবিশ্বাস বেড়ে যায়। আমার সেটাই হয়েছে। আর যেটা বললাম, সুযোগ পাওয়াই বড় কথা নয়। ওখানে গিয়ে পারফর্ম করাটাই বড়।’ বাংলাদেশ দলে এখন অনেক পারফরমার আছেন। তাদের পেছনে ঠেলে ত্রিদেশীয় সিরিজে একাদশে সুযোগ পাওয়াটা একটু কঠিনই বটে। তবে এটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না মিস্টার ফিনিশার খ্যাত নাসির, ‘সেটা নিয়ে চিন্তা করছি না। আর কারা একই ধরনের সেটা নিয়েও চিন্তা করছি না। আমার মনে হয় সবাই বাংলাদেশ দলে খেলে। বড় কথা হলো সুযোগ এলে ভালো খেলার চেষ্টা করব। ভালো খেলে দলে জায়গা করে নিতে চাই।’ পারফরম্যান্স বিচারে নাসির দল জায়গা না পেলেও সমর্থকরা খুব করে চান নাসির দলে থাকুক। এটা তার জন্য কোনো চাপ তৈরি করে কিনা জানতে চাইলে বলেন, ‘এটা চাপ তৈরি করে হয়তো। সঙ্গে অনেক আত্মবিশ্বাসও দেয়। এতে জানা যায় যে মানুষ আমাকে পছন্দ করে, আমার জন্য দোয়া করে। এটা আমার জন্য বড় পাওয়া। সবাই যে আমাকে ভালোবাসে, উঠতে বসতে এর প্রমাণ পাই। সবাই দেখা হলে বলে যে তারা আমার জন্য দোয়া করে। এটা অনেক বড় পাওয়া।’ নিজের প্রস্তুতির বিষয়ে নাসির বলেন, ‘দলের বাইরে থাকলেও অনেকগুলো ম্যাচ খেলছি। চার দিনের ম্যাচ খেলছি। ইমার্জিং কাপ খেলছি। অনুশীলনও করেছি। আমার মনে হয় এখন সেটারই পুরস্কার পাচ্ছি।’ রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৭/আমিনুল