খেলাধুলা

মোটরসাইকেল দুর্ঘটনায় অলিম্পিক পদকজয়ী অ্যাথলেট নিহত

ক্রীড়া ডেস্ক : মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন জ্যামাইকান বংশোদ্ভূত ব্রিটিশ অ্যাথলেট জার্মেইন ম্যাসন। কিংসটনের নরম্যান ম্যানলি হাইওয়েতে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৪টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। মাত্র ৩৪ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন ২০০৮ বেইজিং অলিম্পিকে হাই জাম্পে রুপা জেতা ম্যাসন। ম্যাসনের মৃত্যুর পর জ্যামাইকান প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেস টুইট করেছেন, ‘পুরো ক্রীড়াগোষ্ঠীর প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’ গত জানুয়ারিতে স্পেনে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়া ব্রিটিশ দৌড়বিদ জেমস এলিংটন বলেছেন, ‘জার্মেইন ম্যাসনের সম্পর্কে শোনা খবরটা আমি বিশ্বাসই করতে পারছি না। জার্মেইনের আত্মা শান্তি পাক- জীবন অসাধারণ।’ ম্যাসনের বাবা ডেভিডের জন্ম যুক্তরাজ্যের লন্ডনে। বাবার সূত্রেই ব্রিটেনকে প্রতিনিধিত্ব করার সুযোগ পান ম্যাসন। ২০০৮ বেইজিং অলিম্পিকে অ্যাথলেটিক্সে ব্রিটেনকে প্রথম পদক এনে দেন তিনিই। তথ্যসূত্র : বিবিসি, মেইল অনলাইন। রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৭/পরাগ