খেলাধুলা

চীন পৌঁছেছে অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল

ক্রীড়া প্রতিবেদক : চীনের সাংহাই প্রদেশের রাজধানী জিয়ানে অনুষ্ঠিতব্য ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে বুধবার রাতে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দল। বৃহস্পতিবার চীনে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। দলের সবাই সুস্থ্য আছেন। অন্যান্যবারের মতো এবারও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় রয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন। ২০ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ পাঁচটি ম্যাচ খেলবে। আগামীকাল শুক্রবার অনুশীলন করবে বাংলাদেশ দল। ২২ এপিল চীনের অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল দলের বিপক্ষে একটি ম্যাচ খেলবে। এরপর ২৩ এপ্রিল সাংসি এর স্থানীয় একটি দলের বিপক্ষে খেলবে। ২৪ তারিখ অনূর্ধ্ব-১৪ জাতীয় ফুটবল দলের বিপক্ষে খেলবে। ২৫ তারিখ সাংসি এর স্থানীয় দলের বিপক্ষে খেলার পর ২৬ তারিখ অনূর্ধ্ব-১৪ জাতীয় দলের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে। ২৭ এপ্রিল বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবে অনূর্ধ্ব-১৬ দল। মূলত সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ এটি। উল্লেখ্য, এর আগে ওয়ালটন গ্রুপ ভারতে অনুষ্ঠিত সাফে অংশ নেওয়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় ছিল। পৃষ্ঠপোষকতায় ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলের জাপান ও সিঙ্গাপুর সফরে। এবার চীন সফরেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় রয়েছে ওয়ালটন গ্রুপ। রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৭/আমিনুল