খেলাধুলা

‘স্পিরিট অব ক্রিকেট ট্রফি’ পাচ্ছেন মিসবাহ

ক্রীড়া ডেস্ক : ক্রিকেট মাঠে এবং মাঠের বাইরেও অনন্য ব্যক্তি পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মিসবাহ-উল-হক। নিজের সুশৃঙ্খল আচরণ দিয়ে অনেকের হৃদয়ে বসবাস করছেন পাকিস্তানের এই সফল অধিনায়ক। একই সাথে তার সদাচারণে মুগ্ধ হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে সম্মানজনক ‘স্পিরিট অব ক্রিকেট ট্রফি’ দিচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে প্রথমবারের মত ‘ইমতিয়াজ আহমেদ স্পিরিট অব ক্রিকেট ট্রফি’ পাচ্ছেন ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ খেলতে নামা এ অধিনায়ক। প্রথমবারের মত এই ট্রফি জয়ের পাশাপাশি পুরস্কার হিসেবে ৫ লাখ পাকিস্তানি রুপিও পাবেন মিসবাহ-উল-হক। আর এই সন্মানিত পুরষ্কার মিসবাহকে দিয়েই শুরু করতে যাচ্ছে পিসিবি। উল্লেখ্য, পাকিস্তান ক্রিকেটের প্রথম দল আব্দুল হাফিজ কারদারের অধীনে খেলা সাবেক টেস্ট খেলোয়াড় ইমতিয়াজ আহমেদের নামে এ ট্রফির নামকরণ করা হয়েছে। ইমতিয়াজ আহমেদ ২০১৬ সালের ৩১ ডিসেম্বর ৮৮ বছর বয়সে শেষ নিঃস্বাষ ত্যাগ করেন। ক্রিকেট জীবনে উইকেটরক্ষক ও আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিলেন ইমতিয়াজ। ১৯৫২ থেকে ১৯৬২ পর্যন্ত দেশের হয়ে ৪১ টেস্টে ৩টি সেঞ্চুরি ও ১১টি হাফ-সেঞ্চুরিতে ২ হাজার ৭৯ রান করেছেন ইমতিয়াজ আহমেদ। পাশাপাশি উইকেটের পেছনে ৭৭টি ক্যাচ ও ১৬টি স্টাম্পিংও করেছেন এই ডান-হাতি ব্যাটসম্যান। এছাড়া ক্রিকেট থেকে অবসরের দীর্ঘদিন পর পাকিস্তান মহিলা ক্রিকেট দলকে কোচিংও করিয়েছিলেন ইমতিয়াজ আহমেদ। তাই তার সন্মানার্থে প্রথমবারের মত ‘ইমতিয়াজ আহমেদ স্পিরিট অব ক্রিকেট ট্রফি’ দিতে যাচ্ছে পিসিবি। কয়েক মাস আগে পিসিবি’র পক্ষ থেকে খেলার প্রতি সত্যিকারের স্পিরিট ধরে রাখলে যে কোন দল, খেলোয়াড় বা অফিসিয়ালকে সম্মানসুচক ‘ইমতিয়াজ আহমেদ স্পিরিট অব ক্রিকেট ট্রফি’ দেয়ার ঘোষণা দেয়া হয় । পিসিবি’র গভর্ণিং কমিটির সদস্য অধ্যাপক আইজজি ফারুক, আইসিসি’র আম্পায়ার আহসান রাজা ও ম্যাচ রেফারি মুহাম্মদ আনিসের নেতৃত্বাধীন কমিটি প্রথমবারের মত এ ট্রফির জন্য মিসবাহকে নির্বাচন করেছে। সাম্প্রতিক সময়ে লাহোরে এক সভায় পিসিবি’র চেয়ারম্যান শাহরিয়ার খানের পরামর্শে এই সিদ্বান্ত নেয় পিসিবি। আগামী ৭ মে লাহোরে পিসিবি’র বার্ষিক সাধারন সভায়, মিসবাহ’র হাতে এই ট্রফি তুলে দেয়ার দিনক্ষণ চুড়ান্ত করেছে পিসিবি। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত আছেন মিসবাহ-উল-হক। এই সিরিজের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানাবেন পাকিস্তানের সফল দলপতি।

   

রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৭/জহির/শামীম