খেলাধুলা

তিন ফরম্যাটে তিন অধিনায়ক শুধু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক : সাকিব আল হাসানের হাতে রোববার আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টির অধিনায়কত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে অধিনায়ক করার মধ্য দিয়ে এই প্রথমবারের মতো তিন ফরম্যাটে আলাদা আলাদা অধিনায়কের যুগে প্রবেশ করল বাংলাদেশ। এর আগে একাধিক দল তিন ফরম্যাটে তিন অধিনায়ক দিয়ে পরিচালিত হলেও এখন সেই অবস্থান থেকে সরে এসেছে অনেকেই। তিন ফরম্যাটে তিন অধিনায়ক এখন শুধু বাংলাদেশের। টেস্ট খেলুড়ে দেশগুলোর আলাদা অধিনায়ক থাকলেও তিন ফরম্যাটে তিন অধিনায়ক নেই কোনো দলের। ভারতকে তিন ফরম্যাটে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ের অধিনায়ক যথাক্রমে স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, জেসন হোল্ডার, অ্যাঞ্জেলো ম্যাথুস ও গ্রেম ক্রেমার। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের রয়েছে দুই অধিনায়ক। তিন সংস্করণে আলাদা তিন অধিনায়কের যুগে প্রথম পা রাখে ইংল্যান্ড। কিন্তু বর্তমানে তাদের টেস্ট দলকে নেতৃত্ব দিচ্ছেন জো রুট। ওয়ানডে ও টি-টোয়েন্টি দল দেখছেন এউইন মরগান। পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক। রঙিন জার্সিতে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্বে সরফরাজ খান। দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ফাফ ডু প্লিসিস। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। মাশরাফি বিন মুর্তজার টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণার পর সাকিবকে অধিনায়ক করা হয়েছে। মাশরাফি খেলে যাবেন ওয়ানডে ক্রিকেট, থাকবেন অধিনায়কও। আর সফল টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম রয়েছেন সাদা জার্সির নেতৃত্বে। রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৭/ইয়াসিন/সাইফুল