খেলাধুলা

পাকিস্তানের হয়ে ইউনিসের ইতিহাস

ক্রীড়া ডেস্ক: চলতি মাসের শুরুতেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার ইউনিস খান। নিজের সিদ্ধান্তে অটল থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজটাই পাকিস্তানের হয়ে তার শেষ সিরিজ। তবে ব্যাট-প্যাড তুলে রাখার আগেই টেস্টে পাকিস্তানের হয়ে অনন্য এক রেকর্ড গড়েছেন মিডলঅর্ডার এ ব্যাটসম্যান। টেস্টে প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসাবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ইউনিস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগে এ মাইলফলক থেকে মাত্র ২৩ রান দূরে ছিলেন । জ্যামাইকা টেস্টে পাকিস্তানের হয়ে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫৮ রানের দূর্দান্ত ইনিংসে প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ হাজার রানের কীর্তি গড়েন ইউনিস। কিংসটসের স্যাবিনা পার্কে গতকাল ১৩৮ বল মোকাবেলা করে ৫ চার ও ১ ছক্কায় ৫৮ রানের ইনিংসটি খেলেন তিনি। ১৩তম ব্যাটসম্যান হিসাবে টেস্টে ১০ হাজার রান করলেন ইউনিস। এ মাইলফলকে পৌঁছে কিংবদন্তি ব্রায়ান লারা, সুনীল গাভাস্কার, অ্যালান বর্ডার, সাঙ্গাকারা ও শচীনদের কাতারে যোগ দিলেন ৩৯ বছর বয়সি এ তারকা। ২০০০ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ইউনিসের। ক্যারিয়ারে ২০৮তম ইনিংস খেলতে নেমে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছলেন তিনি। টেস্টে ৩৪টি সেঞ্চুরি ও ৩২টি হাফ সেঞ্চুরি রয়েছে ডানহাতি এ তারকার।

   

রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৭/শামীম/টিপু