খেলাধুলা

মাইলফলকে ধোনি-রোহিত

ক্রীড়া ডেস্ক : ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের জন্মদিন আজ। তবে ভারতের বর্তমান দুই ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার জন্যও দিনটা ‘স্পেশাল’। দুজনই যে আজ আইপিএলে তাদের ১৫০তম ম্যাচ খেলছেন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ আইপিএলের ২৮তম ম্যাচে মুখোমুখি হয়েছে রাইজিং পুনে সুপার জায়ান্ট ও মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত মুম্বাইয়ের অধিনায়ক। পুনের উইকেট-কিপার ব্যাটসম্যান হিসেবে খেলছেন ধোনি। অবশ্য মাইলফলকের ম্যাচে ৭ রানের বেশি করতে পারেননি ‘মাহি’। এবারের আসরেই প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে দেড়শ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন সুরেশ রায়না। গুজরাট লায়ন্স অধিনায়ক এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ১৫৪টি। দেড়শর মাইলফলকে এবার তার সঙ্গী হলেন ধোনি-রোহিত। ধোনি আইপিএলের প্রথম আট আসরে খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। দলটির অধিনায়ক ছিলেন তিনি। তার অধীনেই ২০১০ ও ২০১১ সালে আইপিএল এবং ২০১০ ও ২০১৪ সালে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি শিরোপা জেতে চেন্নাই। গত আইপিএল থেকে চেন্নাই ও রাজস্থান দুই বছরের জন্য নিষিদ্ধ আছে। চেন্নাই নিষিদ্ধ হওয়ার পর গত আইপিএলে ধোনি পুনেকে নেতৃত্ব দিয়েছিলেন। ধোনির নেতৃত্বে গতবার পুনে আইপিএল শেষ করেছিল পয়েন্ট টেবিলের তলানিতে থেকে। এবারের আসর শুরুর আগেই তাকে সরিয়ে পুনের নেতৃত্ব দেওয়া হয় অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথকে। ধোনি আইপিএলে ১৫০ ম্যাচে রান করেছেন ৩ হাজার ৪০০। হাফ সেঞ্চুরি করেছেন ১৭টি। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৭০, ২০১১ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে।       আর রোহিত আইপিএলের প্রথম তিন আসরে খেলেছিলেন ডেকান চার্জার্সের হয়ে। এরপর থেকেই খেলছেন মুম্বাইয়ের হয়ে। ২০১৩ আইপিএলে মুম্বাইয়ের অধিনায়ক হন তিনি। তার নেতৃত্বে মুম্বাই ২০১৩ ও ২০১৫ সালে আইপিএল এবং ২০১৩ সালে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতে।  আইপিএলে ১৪৯ ম্যাচে রোহিতের রান ৩ হাজার ৯২৮। একটি সেঞ্চুরির (২০১২ সালে কলকাতার বিপক্ষে অপরাজিত ১০৯) সঙ্গে আছে ২৯টি হাফ সেঞ্চুরি। রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৭/পরাগ