খেলাধুলা

ব্রাভোর জায়গায় ইরফান

ক্রীড়া ডেস্ক : ফেব্রুয়ারিতে আইপিএলের নিলামে দল পাননি। ইরফান পাঠান অবশেষে টুর্নামেন্টের মাঝপথে এসে দল পেলেন। ডোয়াইন ব্রাভোর বদলি হিসেবে ভারতীয় অলরাউন্ডারকে দলে নিয়েছে গুজরাট লায়ন্স। গত ডিসেম্বরে বিগ ব্যাশে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোটে । যদিও আইপিএলের শুরু থেকে গুজরাট দলের সঙ্গেই ছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান এই অলরাউন্ডার। কিন্তু চোট কাটিয়ে উঠতে না পারায় গত রোববার তাকে নিয়ে আশা ছেড়ে দেয় গুজরাট। ব্রাভোর চোট ইরফানকে আইপিএলে খেলার সুযোগ করে দিল। দল পাওয়ার পর টুইটারে গুজরাটের জার্সি পরা একটি ছবি পোস্ট দিয়ে ইরফান লিখেছেন, ‘অসাধারণ এই ইউনিটের অংশ হওয়ার অপেক্ষায় আছি।’  ইরফান এর আগে আইপিএলে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। ১০২ ম্যাচে উইকেট নিয়েছেন ৮০টি। রান করেছেন ১ হাজার ১৩৭। তবে গত আইপিএলে রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে তিন ম্যাচে রান করেন মাত্র ১১। আট ওভার বল করে ছিলেন উইকেটশূন্য।

   

রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৭/পরাগ