খেলাধুলা

ডিপিএলে মুমিনুলের দেড়শ

ক্রীড়া প্রতিবেদক: ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডের খেলা শুরু হয়েছে আজ। বৃষ্টির কারণে সময় পিছিয়ে আজ বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বর। সাভারে টস হেরে আগে ব্যাট করতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে সেঞ্চুরি করেছেন মুমিনুল হক। প্রতিপক্ষের আমন্ত্রণে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি গাজী গ্রুপের। দলীয় ৯ রানেই দুই ওপেনারকে হারিয়ে ধাক্কা খায় দলটি। তবে শুরুর বিপর্যয় কাটিয়ে দলকে টেনে তুলেন মুমিনুল হক। নাসির হোসেনের সঙ্গে দারুণ বোঝাপড়ায় ১৫৩ রানের জুটি গড়ে তোলেন মুমিনুল। ব্যক্তিগত ৬৪ রানে আরাফাত সানীর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে নাসির ফিরে গেলেও দায়িত্বশীল ব্যাটিয়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যান মুমিনুল। ৮৯ বল মোকাবেলা করে সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। সেঞ্চুরি হাঁকানোর পথে ২টি ছক্কা ও ১৩টি চারের মার মারেন তিনি। সেঞ্চুরির পর দেড়শ রানে পৌছতে ২৬টি বল খেলেন মুমিনুল। ১৬ চার ও ৬ ছক্কায় ১৫২ রানের ইনিংস খেলে ফরহাদ রেজার বলে আবদুল মজিদের হাতে ধরা পড়েন তিনি। লিস্ট 'এ' ক্রিকেটে এটাই তার ক্যারিয়ার সেরা ইনিংস। মুমিনুলের দেড়শ রানের ইনিংসে ভর করে ৩০৭ রানের লড়াকু পুঁজি পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৭/শামীম