খেলাধুলা

গেইল-কোহলিরা প্লে-অফে খেলতে পারবেন তো?

ক্রীড়া ডেস্ক : আগের ম্যাচে সঙ্গী হয়েছে আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড। কাল ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে ছিল তাই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। ক্রিস গেইল, বিরাট কোহলিরদের বেঙ্গালুরুর আইপিএলের শেষ চারে (প্লে-অফ) ওঠাও তাই শঙ্কায় পড়েছে। প্রথম আট ম্যাচে বেঙ্গালুরুর জয় মাত্র দুটি। আট দলের মধ্যে তাদের অবস্থান এখন ছয় নম্বরে, পয়েন্ট ৫। লিগ পর্বে বাকি আছে আর ছয়টি ম্যাচ। শেষ চারে উঠতে হলে প্রতিটা ম্যাচই জিততে হবে কোহলি, গেইল, ডি ভিলিয়ার্সদের। বাকি ছয় ম্যাচ জিতলে বেঙ্গালুরুর পয়েন্ট হবে ১৭। আইপিএলের আগের নয় আসরে ১৬-এর কম পয়েন্ট নিয়ে দলের শেষ চারে ওঠার ঘটনা আছে মাত্র চারটি। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, কোহলিদের প্লে-অফে ওঠা কতটা ঝুঁকির মধ্যে পড়েছে! হায়দরাবাদ-বেঙ্গালুরুর ম্যাচ দিয়েই এবারের আইপিএল অভিযান শুরু হয়েছিল। সেই ম্যাচে হায়দরাবাদের মাঠ থেকে ৩৫ রানে হেরে ফিরেছিল বেঙ্গালুরু। দলটি আবার নিজেদের শেষ ম্যাচে কলকাতার কাছে ৪৯ রানে অলআউট হওয়ার লজ্জায় পড়েছিল। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কাল কোহলিরদের সামনে ছিল তাই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ, পাশাপাশি প্রথম ম্যাচে হায়দরাবাদের আছে হারের প্রতিশোধেরও। কিন্তু বৃষ্টির কারণে টসই হতে পারেনি। দীর্ঘ অপেক্ষার পর স্থানীয় সময় রাত ১১টায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। দুই দলকে দেওয়া হয় এক পয়েন্ট করে।

   

রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৭/পরাগ