খেলাধুলা

প্রাইম ব্যাংকের জয়রথ চলছেই

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের জয়রথ চলছেই। চতুর্থ রাউন্ডে মেহেদী মারফের সেঞ্চুরি ও বোলারদের দারুণ বোলিংয়ে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ১৩০ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। এবারের টুর্নামেন্টে প্রাইম ব্যাংক জিতল প্রথম চার ম্যাচেই। উল্টোটা ভিক্টোরিয়ার, তারা হারল যে প্রথম চার ম্যাচেই! বৃহস্পতিবার বিকেএসপির চার নম্বর মাঠে ২৮৪ রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ভিক্টোরিয়া। স্কোরবোর্ডে কোনো রান জমা করার আগেই ২ উইকেট হারায় তারা। প্রথম ওভারটি মেডেনসহ উইকেট দুটি নেন পেসার আল-আমিন হোসেন। দ্বিতীয় বলে রুবেল মিয়াকে জাকির হোসেনের ক্যাচ বানানোর পর পঞ্চম বলে আবু সায়েমকে সালমান হোসেনের ক্যাচে পরিণত করেন তিনি। শুরুর ধাক্কাটা আর সামলে উঠতে পারেনি ভিক্টোরিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৩.৫ ওভারে ১৫৩ রানেই অলআউট হয়ে যায় তারা। ইনিংস সর্বোচ্চ ৪২ রান আসে শফিউল হায়াতের ব্যাট থেকে। ভিক্টোরিয়ার লেজটা ছেঁটে দিয়েছেন আরিফুল হক। ১৪ রানে ৩ উইকেট নিয়ে প্রাইম ব্যাংকের সেরা বোলার তিনিই। আল-আমিন ১৪ রানে নেন প্রথম ২ উইকেট। এর আগে টস হেরে ব্যাট করতে নেমেছিল প্রাইম ব্যাংক। অধিনায়ক মারুফের সেঞ্চুরিতে দুই বল আগে অলআউট হওয়ার আগে ২৮৩ রানের সংগ্রহ পায় দলটি। ১০৩ বলে ১২ চার ও ২ ছক্কায় লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের তৃতীয় সেঞ্চুরির ইনিংসটি সাজান ম্যাচসেরা হওয়া মারুফ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে আসিফ আহমেদের ব্যাট থেকে। ভিক্টোরিয়ার মনির হোসেন ৪৪ রানে নেন ৩ উইকেট। এ ছাড়া মনির ইসলাম, রুবেল মিয়া ও ইসলামুল এহসানের ঝুলিতে জমা পড়ে ২টি করে উইকেট। রাইজিংবিডি/ঢাকা/২৭ এপ্রিল ২০১৭/পরাগ