খেলাধুলা

ম্যানচেস্টার ডার্বিতে কেউ জেতেনি

ক্রীড়া ডেস্ক : প্রিমিয়ার লিগে মৌসুমের শেষ ম্যানচেস্টার ডার্বিতে কেউ জেতেনি। দুই নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ইতিহাদ স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে দুই ম্যানচেস্টারের ম্যাচটা ছিল অনেকটাই নিষ্প্রাণ। তেমন একটা উত্তেজনাই ছড়াতে পারেনি দুই দল। শেষদিকে অবশ্য কিছুটা উত্তেজনা ছড়িয়েছিল, তবে সেটি মারুয়ান ফেলাইনি লাল কার্ড দেখায়। সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে ফাউল করার পর মাথা দিয়ে গুঁতো মারেন ফেলাইনি। প্রথমে হলুদ কার্ড দেখার ১৯ সেকেন্ডের মধ্যেই সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইউনাইটেডের বেলজিয়ান মিডফিল্ডার।   গোলশূন্য ড্রয়ের ফলে সেরা চারে থেকে প্রিমিয়ার লিগ শেষ করার দৌড়ে দুই দলের অবস্থানও থাকল আগের মতোই। ৩৩ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে চারে আছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে পাঁচে হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল সিটি। আগুয়েরো একাই পুরো ম্যাচে শট নিয়েছেন ৯টি। কিন্তু আর্জেন্টাইন স্ট্রাইকার বল জালে জড়াতে পারেননি একবারও। অবশ্য দুর্ভাগ্যও ছিল। নবম মিনিটে কেভিন ডি ব্রুইনের ক্রসে পাওয়া বলে ছয় গজ দূর থেকে নেওয়া আগুয়েরোর শটটা পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে চোটের কারণে আগেই জ্লাতান ইব্রাহিমোভিচকে হারিয়েছে ইউনাইটেড, চোট ডার্বি ম্যাচ থেকে ছিটকে দিয়েছে পল পগবাকেও। অধিনায়ক ওয়েইন রুনি ফিট থাকলেও তাকে বেঞ্চেই বসিয়ে রাখেন মরিনহো। তারপরও ইউনাইটেড যে সুযোগ পায়নি, তা নয়। প্রথমার্ধের শেষ দিকে সুবর্ণ সুযোগটাই হাতছাড়া করেন আন্দ্রে হেরেইরা। ফ্রি-কিক থেকে উড়ে আসা বলে ফাঁকায় দাঁড়ানো স্প্যানিশ মিডফিল্ডার নেন লক্ষ্যভ্রষ্ট হেড। আর নির্ধারিত সময়ের ছয় মিনিট বাকি থাকতে ফেলাইনির ওই ১৯ সেকেন্ডের পাগলামি। আগুয়েরোকে পেছন থেকে ফাউল করেন ইউনাইটেড মিডফিল্ডার। ম্যাচের প্রথম হলুদ কার্ডটা তাকেই দেখান রেফারি মার্টিন আটকিনসন। ফ্রি-কিকের সময় আগুয়েরোকে মাথা দিয়ে গুঁতো মেরে বসেন ফেলাইনি। তাকে সরাসরি লাল কার্ড দেখাতে দেরি হয়নি রেফারিরও। মৌসুমের এখন গুরুত্বপূর্ণ সময়, এমন সময়েই আগামী তিনটি লিগ ম্যাচে সোয়ানসি সিটি, আর্সেনাল ও হটেনহামের বিপক্ষে খেলতে পারবেন না ফেলাইনি। অবশ্য ইউরোপা লিগের সেমিফাইনালে সেল্টা ভিগোর বিপক্ষে খেলতে কোনো বাধা থাকছে না তার। কিন্তু কালকের পাগলামির পর মরিনহো কি বিশ্বাস করবেন ফেলাইনিকে?

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ এপ্রিল ২০১৭/পরাগ