খেলাধুলা

ওয়ালটন ডিপিএলের পঞ্চম রাউন্ড শুরু শনিবার

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের পঞ্চম রাউন্ডের খেলা শনিবার শুরু হবে। তিনটি মাঠে ব্যাট-বলের লড়াইয়ে নামবে ছয় দল। বিকেএসপির তিন নম্বর মাঠে লড়বে আবাহনী লিমিটেড ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।  পাশের চার নম্বর মাঠেই খেলবে লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কলাবাগান ক্রীড়া চক্রের প্রতিপক্ষ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। প্রথম চার রাউন্ডে অপরাজিত থাকা গাজী গ্রুপ ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব পঞ্চম জয় তুলে নিতে মাঠে নামবে। গাজী গ্রুপের প্রতিপক্ষ আবাহনী। শেষ ম্যাচে আবাহনী হেরেছিল শেখ জামালের কাছে। পঞ্চম রাউন্ডে জয় তুলে নিতে মুখিয়ে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। তবে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা গাজী গ্রুপের বিপক্ষে জাতীয় দলের ক্রিকেটারদের পাচ্ছে না আবাহনী। নিঃসন্দেহে মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদের সার্ভিস মিস করবে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

অন্যদিকে গাজী গ্রুপও পাবে না নাসির হোসেনের সার্ভিস। শেষ ম্যাচে দারুণ সেঞ্চুরি হাঁকানো মুমিনুল হক নাসিরের অভাব পূরণ করবেন। শক্তির বিচারে গাজী গ্রুপ এগিয়ে আছে আবাহনীর থেকে। মাঠের লড়াইয়ে কে জেতে, সেটাই দেখার বিষয়। প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ। লিগের শুরু থেকেই দারুণ ক্রিকেট খেলছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা প্রাইম ব্যাংক। শেষ ম্যাচে জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই জিতেছে দলটি। অন্যদিকে লিজেন্ডস অব রূপগঞ্জ মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মুর্তজাদের ছাড়া কেমন করে, সেটা দেখার বিষয়। মুশফিকুর রহিমের পরিবর্তে দলটিকে নেতৃত্ব দেবেন মোশাররফ হোসেন রুবেল।

মোহাম্মদ আশরাফুলের কলাবাগানের প্রতিপক্ষ প্রাইম দোলেশ্বর। শক্তির বিচারে দুই দলই সমান অবস্থানে। চার ম্যাচে এক জয় নিয়ে কলাবাগান পড়ে আছে পয়েন্ট তালিকার তলানিতে। অন্যদিকে চার ম্যাচে দুই জয় ও দুই পরাজয় নিয়ে ষষ্ঠ স্থানে আছে প্রাইম দোলেশ্বর। দুই দলের লড়াই ফতুল্লায় উত্তেজনা ছড়াবে, তা বলার অপেক্ষা রাখে না। রাইজিংবিডি/ঢাকা/২৮ এপ্রিল ২০১৭/ইয়াসিন/পরাগ