খেলাধুলা

কোহলির বেঙ্গালুরুর দুর্দশা চলছেই

ক্রীড়া ডেস্ক : এবারের আইপিএল শুরুর আগে অন্যতম ফেবারিট ভাবা হচ্ছিল তাদেরই। বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইলদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে অপরাজেয়র তকমাও দিয়েছিলেন অনেকে। কিন্তু আইপিএলের শুরু থেকেই হোঁচট খেতে থাকা দলটির দুর্দশা চলছেই। গত সপ্তাহে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪৯ রানে অলআউট হয়ে আইপিএল ইতিহাসের সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়েছিল বেঙ্গালুরু। শনিবার রাইজিং পুনে সুপারজায়ান্টের দেওয়া ১৫৮ রানের লক্ষ্যে কোহলির দল ২০ ওভারে করতে পেরেছে মাত্র ৯৬! অলআউট অবশ্য হয়নি, উইকেট পড়েছে ৯টি। ১৫৭ করেও ৬১ রানের বড় জয় পেয়েছে পুনে। বেঙ্গালুরুর ইনিংসের অর্ধেকেরও বেশি করেছেন কোহলি একাই, ৫৫। বাকিরা মিলে করেছেন ৩৭! ‘মিস্টার এক্সট্রা’ থেকে এসেছে ৪ রান। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এদিন অবশ্য গেইলকে দলে রাখেনি বেঙ্গালুরু। তার জায়গায় দলে এসেছিলেন ট্রাভিস হেড। কিন্তু লক্ষ্য তাড়ায় দলের ১১ রানে ব্যক্তিগত ২ রানেই ফিরে যান এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। দলের ৩২ রানে হেডের চেয়ে এক রান বেশি করে ফেরেন এবি ডি ভিলিয়ার্সও। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বেঙ্গালুরু। কোহলি একপ্রান্তে একাই লড়ে গেছেন। কিন্তু অধিনায়ককে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৪৮ বলে ৪ চার ও এক ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৫৫ রান কোহলির। দ্বিতীয় সর্বোচ্চ রান কত জানেন? ৮! তাও ইনিংসের শেষ বলে চার মেরে ৮ রানে অপরাজিত ছিলেন শ্রীনাথ অরবিন্দ। পুনের সবচেয়ে সফল বোলার ইমরান তাহির। দক্ষিণ আফ্রিকান এই স্পিনার ৪ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। বেঙ্গালুরু দশ ম্যাচের সাতটিতেই হারল, জয় মাত্র দুটি, একটি ম্যাচ হয়েছিল পরিত্যক্ত। টানা তৃতীয় হারে কোহলির দলের আইপিএলের সেরা চারের (প্লে-অফ) আশাও কার্যত শেষ হয়ে গেছে। গাণিতিকভাবে যদিও এখনো কিছুটা আশা আছে, তবে সেটা নির্ভর করছে অন্য দলগুলোর ফলের ওপর। রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৭/পরাগ