খেলাধুলা

কলকাতার বিপক্ষে ওয়ার্নারের ঝড়ো সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে সানরাইজার্স হায়দরাবাদ। উদ্বোধনী জুটিতে মাঠে নামেন ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ান। ধাওয়ান দেখে-শুনে খেললেও ওয়ার্নার শুরু থেকেই মারমুখী। ব্যাট হাতে রীতিমতো তা-ব চালান তিনি। ঝড় তোলেন রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২০ বলে তুলে নেন হাফসেঞ্চুরি। এরপর ৪৩ বলে তুলে নেন সেঞ্চুরি। সেঞ্চুরির করার ক্ষেত্রে ৭টি চারের পাশাপাশি ৮টি ছক্কা হাঁকান অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে ওয়ার্নারের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস ১৩৫*। সেটাকে আজ ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল ওয়ার্নারের সামনে। কিন্তু ১৬.২ ওভারের সময়, দলীয় ১৭১ রানের মাথায় ক্রিস ওকসের বলে গাম্ভীরের হাতে ক্যাচ দিয়ে ফেরত যান তিনি। তখন তার রান ছিল ১২৬। যেখানে ১০টি চারের মারের পাশাপাশি ৮টি ছক্কার মার ছিল। কলকাতার সঙ্গে প্রথম দেখায় ১৭ রানে হেরেছিল হায়দরাবাদ। আজ ঘরের মাঠে সেটার জবাব দিয়েছে হায়দরাবাদ। কলকাতাকে তারা হারিয়ে দিয়েছে ৪৮ রানে।  রাইজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৭/আমিনুল