খেলাধুলা

নতুন অ্যাকশন সানীর সাফল্যের মূলমন্ত্র

ক্রীড়া প্রতিবেদক : বোলিং অ্যাকশন ত্রুটির কারণে জাতীয় দলে জায়গা হারিয়েছিলেন। অ্যাকশন শুধরালেও পুরনো ধার ধরে রাখতে পারেনি। এরপর ব্যক্তিজীবনে বয়ে গেছে ঝড়। যেই ঝড়ে তাকে যেতে হয়েছে কারাগার পর্যন্ত। জামিনে মুক্তি লাভ করে খেলছেন ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ। তার বোলিং ও পারফরম্যান্স দেখে উপায় নেই তিনি লিগ শুরুর দুই সপ্তাহ আগেও ছিলেন চারদেয়ালে বন্দি। বলছি আরাফাত সানীর কথা। প্রাইম দোলেশ্বরের হয়ে এবারের লিগে ৮ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার। সাফল্যর মূলমন্ত্র কি জানতে চাইলে জানান, নতুন বোলিং অ্যাকশন পাল্টে দিয়েছে তার বোলিংয়ের ধার। আগে বল বেশি টার্ন করাতে পারতেন না। তবে বল স্কিড করত। এখন স্কিড করার পরিবর্তে টার্ন করছে। পাশাপাশি নতুন অ্যাকশনে বল ভালোভাবে গ্রিপ করতে পারছেন তিনি। সানীর সাফল্যর সূর্য্য এখন মধ্যগগণে। পুরোনো ধার নিয়ে পুরোপুরি ফিরেছেন। ঢাকা প্রিমিয়ার লিগে যে লক্ষ্য নিয়ে খেলেছেন তা পূর্ণ হয়েছে। এখন লক্ষ্য বাকি পথটুকু নিজের পারফরম্যান্স ধরে রাখা,‘যে টার্গেট নিয়ে খেলেছি সেটা পূর্ণ হয়েছে। এখন তিনটি ম্যাচ বাকি। সুপার লিগ খেলতে পারলে আরও পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাব। ওই ম্যাচগুলোতে যে উইকেট পাব সেগুলো আমার বোনাস।’ ২০১৫ বিশ্বকাপে জাতীয় দলে ছিলেন সানী। এবার চ্যাম্পিয়নস ট্রফিতে নেই। এজন্য কোনো আফসোসও নেই তার,‘আমি এক ফোঁটাও হতাশ না। এটা হতেই পারে একটা খেলোয়াড়ের জন্য। দলে থেকে বের হবে আবার ঢুকবে। সেটা হওয়া স্বাভাবিক।’ রাইজিংবিডি/ঢাকা/১০ মে ২০১৭/ইয়াসিন/আমিনুল