খেলাধুলা

এবার নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে বুধবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ডাবলিনের ক্লোনটার্ফে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় শুরু হবে ম্যাচটি। বৃষ্টির কারণে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। অন্যদিকে নিউজিল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারায় ৫১ রানে। হিসেব অনুযায়ী বাংলাদেশের বিপক্ষে সেরা প্রস্তুতি নিয়েই মাঠে নামতে যাচ্ছে নিউজিল্যান্ড। ডাবলিনে প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। কিন্তু তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের দায়িত্বশীল ব্যাটিংয়ে চালকের আসনে ফিরে বাংলাদেশ্। ৩১.১ ওভারে ৪ উইকেটে ১৫৭ রান তুলে টাইগাররা। এরপর বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়। ২ পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুই দল। পয়েন্ট ভাগাভাগি করলেও, পূর্ণ আত্মবিশ্বাসে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে শুরুটা বাজে হলেও পরবর্তীতে ঘুরে দাঁড়ায়। এছাড়া ত্রিদেশীয় সিরিজের আগে তিনটি প্রস্তুতি ম্যাচেও দারুণ পারফরম্যান্স করে বাংলাদেশ। তিন ম্যাচে বাংলাদেশের রান ছিল ১০৫৩, পাশাপাশি দুটিতেই জয় পায় দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে ফিরছেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। তার ফিরে আসায় নিশ্চিত আত্মবিশ্বাসী হয়ে উঠবে টিম বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ৩ ওয়ানডেতে হেরেছিল বাংলাদেশ। এবার প্রতিশোধ নেওয়ার পালা বাংলাদেশের। আইসিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে তিন ধাপ ওপরে নিউজিল্যান্ড। তবে ত্রিদেশীয় সিরিজে সেরা দল নিয়ে খেলছে না কিউইরা। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনও নেই। দলকে নেতৃত্ব দিচ্ছেন টম লাথাম।  সুযোগটিকে কাজে লাগিয়ে বাংলাদেশ জয় পায় কিনা সেটাই দেখার। দুই দলের পরিসংখ্যান:  দুই দল এখন পর্যন্ত ওয়ানডে খেলেছে ২৮টি। ৮টি জিতেছে বাংলাদেশ। ২০টিতে জয় নিউজিল্যান্ডের।  বাংলাদেশ দল (সম্ভাব্য): মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদ্উল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।  নিউজিল্যান্ড দল: টম লাথাম (অধিনায়ক), নিল ব্রুম, কলিন মুনরো, হেনরি নিকোলস, সেথ রেন্স, মিচেল স্যান্টনার, রস টেইলর, জর্জ ওয়াকার, হামিশ বেনেট, স্কট কুগিলজন, জেমস নিশাম, জিতেন প্যাটেল, লুক রঞ্চি (উইকেটরক্ষক), ইশ সোধি ও নিল ওয়াগনার। রাইজিংবিডি/ঢাকা/১৬ মে ২০১৭/ইয়াসিন