খেলাধুলা

চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত

ক্রীড়া ডেস্ক: পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি টি-টোয়েন্টি খেলতে জুন-জুলাই মাসে ওয়েষ্ট ইন্ডিজ সফরে যাবে ভারত। ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পরই ক্যারিবীয় দ্বীপে সফর করবে টিম ইন্ডিয়া। জমজমাট চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ১৮ জুন। শিরোপা নির্ধারণী ওই ম্যাচের পর আগামী ২৩ জুন নিজেদের দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ওয়ানডে খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচ ওয়ানডের প্রথম ম্যাচটি হবে ত্রিনিদাদে। কুইন্স পার্ক ওভালে দ্বিতীয় ওডিআই ম্যাচটি খেলবে দু’দল। এরপর তৃতীয় ও চতুর্থ ম্যাচটি খেলতে অ্যান্টিগুয়ায় যাবে তারা। সাবিনা পার্কে ৬ জুলাই শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট  ইন্ডিজ। একই ভেন্যুতে ৯ জুলাই একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের আতিথ্য নেবে বিরাট কোহলির ভারত। ২০১৩ সালের পর ভারতের বিপক্ষে এটা চতুর্থ দ্বিপাক্ষিক সিরিজ ওয়েস্ট ইন্ডিজের। টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে এর আগে ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল ভারতীয় দল। দুর্ভাগ্যক্রমে ইংল্যান্ডে অনুষ্ঠিত এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পায়নি ওয়েস্ট ইন্ডিজ। এই আসর চলাকালীন ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে তারা। এরপরই শক্তিশালী ভারতের বিপক্ষে খেলবে ক্যারিবীয়রা।

       

রাইজিংবিডি/ঢাকা/১৭ মে ২০১৭/শামীম/টিপু