খেলাধুলা

ওয়ালটন ম্যান অব দ্য ম্যাচ : জিমি নিশাম

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজার দলকে একাই হারিয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম। বোলিংয়ে ডানহাতি এ পেসার পেয়েছেন উইকেট। ব্যাটিংয়ে বাঁহাতি ব্যাটসম্যান পেয়েছেন হাফ-সেঞ্চুরির ইনিংস। অলরাউন্ড পারফরম্যান্সে ওয়ালটন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন জিমি নিশাম।  তার হাতে পুরস্কার তুলে দেন ত্রিদেশীয় সিরিজের স্পন্সর ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (ক্রিয়েটিভ এন্ড পাবলিকেশন) উদয় হাকিম।  বোলিংয়ে শুরুতেই বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙেন নিশাম। তার অফস্ট্যাম্পের বাইরের বল কভারের উপর দিয়ে মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দেন তামিম (২৩)। এরপর মুশফিকুর রহিমকে আউট করে নিউজিল্যান্ডকে সবথেকে বড় সাফল্য এনে দেন নিশাম। ওই সময়ে বাংলাদেশ ছিল চালকের আসনে। ম্যাচে ফিরতে মুশফিক কিংবা মাহমুদউল্লাহর উইকেট ছিল অতি প্রয়োজনীয়। দারুণ এক কাটারে মুশফিককে উইকেটের পিছনে তালুবন্দি করান নিশাম।  ব্যাটিংয়ে রস টেলর আউট হওয়ার পর ছয়ে ব্যাটিংয়ে আসেন নিশাম। জয়ের থেকে তখনও ১১০ রানে পিছিয়ে ছিল নিউজিল্যান্ড। শুরুতেই ফিরে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল তার। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তে বেঁচে যান বাঁহাতি ব্যাটসম্যান। মিরাজের বলে সুইপ করতে গিয়ে বল মিস করেন নিশাম। বল প্যাডে আঘাত করে। মিরাজ আত্মবিশ্বাস নিয়ে উইকেটের আপিল করলেও আম্পায়ারের মন গলেনি!  ওই সময়ে নিশাম ফিরে গেলে হয়ত বাংলাদেশের হাতে ম্যাচ আসতেও পারত! ভাগ্যের সহায়তায় ‘দ্বিতীয় জীবন’ পেয়ে পিছনে ফিরে তাকাননি নিশাম। ৫২ রানের ঝকঝকে ইনিংস খেলে নিউজিল্যান্ডকে জয়ের অবস্থানে রেখে সাজঘরে ফিরে আসেন।   

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ মে ২০১৭/ইয়াসিন/আমিনুল