খেলাধুলা

বর্ষসেরা ফুটবলার হেরেরা

ক্রীড়া ডেস্ক : ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডর বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আন্দের হেরেরা। বৃহস্পতিবার জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানে ‘স্যার ম্যাট বাজবি প্লেয়ার অব দ্য ইয়ার’ পুরস্কার হেরেরার হাতে তুলে দেয়া হয়। সমর্থকদের ভোটে টানা দ্বিতীয়বারের মতো সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন হেরেরা। ২৭ বছর বয়সি এ ফুটবলার ২৪২ ভোটে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সেরার পুরস্কার পেতে হেরেরা পিছনে ফেলেছেন সতীর্থ অ্যান্তোনিও ভ্যালেন্সিয়া ও জলাতান ইব্রাহিমোভিচকে। দুইয়ে থাকা ভ্যালেন্সিয়া ভোট পেয়েছেন ২২২টি। এর আগে এ পুরস্কার টানা তিন মৌসুমে পেয়ে এসেছিলেন গোলরক্ষক ডেভিড ডি গিয়া।

 

সেরা গোলের ‍পুরস্কার পেয়েছেন হেনরিক এমখিতারিয়ান। গত ডিসেম্বরে ওল্ড ট্রাফোর্ডে ব্যাক-হিল্ড ভলিতে সান্ডারল্যান্ডের বিপক্ষে গোল করেছিলেন হেনরিক। দর্শণীয় গোলে সেরা গোলের খেতাব পেয়েছেন তিনি। পুরস্কার পাওয়ার পর এমইউটিভিকে হেরেরা বলেছেন,‘এটা আমার জন্য বড় একটি পুরস্কার।’ এদিকে প্লেয়ারর্স প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন রাইট ব্যাক ভ্যালেন্সিয়া। ম্যানইউর ম্যানেজার হোসে মরিনহো বলেছেন,‘রাইট ব্যাকে ভ্যালেন্সিয়ার থেকে ভালো ফুটবলার একজনও নেই।’ রাইজিংবিডি/ঢাকা/১৯ মে ২০১৭/ইয়াসিন