খেলাধুলা

আশা বাঁচিয়ে রাখল রূপগঞ্জ

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডে জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে তারা। জয় পেলেও সুপার লিগ নিশ্চিত নয় রূপগঞ্জের। রোববার শেষ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুই দলের মুখোমুখি লড়াইয়ে যে জিতবে, তারা সুপার লিগে উঠে যাবে। পরাজিত দলের সঙ্গে নেট রানরেটের হিসাবে রূপগঞ্জের ভাগ্য খুলতেও পারে। শেখ জামাল, মোহামেডান ও রূপঞ্জের জয় ৬টি করে। তিন দলের পয়েন্টও সমান, ১২। পার্থক্য রূপগঞ্জ ম্যাচ খেলেছে একটি বেশি। নেট রানরেটে পিছিয়ে তারা আছে সাতে। শেখ জামাল ও মোহামেডান আছে যথাক্রমে পাঁচ ও ছয়ে। সুপার লিগের আশা বাঁচিয়ে রাখতে আজ জিততেই হতো রূপগঞ্জকে। প্রাক্তন চ্যাম্পিয়নরা জয় তুলে নিতে ভুল করেনি। তবে পারটেক্স রূপগঞ্জের বুকে কাঁপন ধরিয়েছিল, তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে যতিন সাক্সেনা। পারটেক্সের এই ওপেনার মাত্র ৫০ বলে ৯১ রানের ইনিংস খেলেন দিনের শুরুতেই। মাত্র ২৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া যতিন এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু পাকিস্তানের রাজা আলী দারের বলে আউট হতে হয় ৯১ রানে। ১১ চার ও ৫ ছক্কায় দিনের শুরুতেই ফতুল্লা স্টেডিয়াম মাতিয়ে রাখেন যতিন। তার ইনিংসে ভর করে ৯ উইকেটে ২৭২ রান সংগ্রহ করে পারটেক্স।

যতিন বাদে রানের দেখা পান শুধু সাজ্জাদ হোসেন। ডানহাতি এই ব্যাটসম্যান ৮৫ বলে ২ চার ও ২ ছক্কায় করেন ৫০ রান। এ ছাড়া অধিনায়ক ইরফান শুক্কুরের ব্যাট থেকে আসে ৩৪ রান। যেভাবে পারটেক্সের ইনিংস শুরু হয়েছিল, সেভাবে শেষ হয়নি। এর পুরো কৃতিত্ব রূপগঞ্জের পেসার সৈয়দ রাসেলের। বাঁহাতি পেসার রাসেল ৩৮ রানে নেন ৪ উইকেট। এ ছাড়া মোশাররফ হোসেন রুবেল ৫৪ রানে নেন ৩ উইকেট। জবাবে ব্যাটিং করতে নেমে ২২ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় রূপগঞ্জ। তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় তারা। রাজা আলী দার ও মাহমুদুল হাসান ১৫৪ রানের জুটি গড়েন। এ জুটি আরো বড় হতে পারত যদি মাহমুদুল হাসান চোট পেয়ে বাইরে না যেতেন। দলীয় ১৭৬ রানে মাহমুদুল হাসান (৭০) রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। সঙ্গী হারানোর পরও দারুণভাবে ব্যাট চালাতে থাকেন পাকিস্তানের রাজা। সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন ঠিকই। কিন্তু নার্ভাস নাইন্টি নাইটে আউট বাঁহাতি এই ব্যাটসম্যান। ৯৯ বলে ৯৯ রানের ইনিংসটি থামে মামুন হোসেনের বলে। এরপর জয় পেতে বেগ পেতে হয়নি রূপগঞ্জকে। অধিনায়ক নাঈম ইসলামের অপরাজিত ৩৬, মোশাররফ হোসেন রুবেলের ২২ এবং মোহাম্মদ শরীফের ১৪ রানে ৪ বল বাকি থাকতে জয়ের বন্দরে নোঙর ফেলে রূপগঞ্জ। বল হাতে ১ উইকেট এবং ব্যাট হাতে ম্যাচ জেতানোয় ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন রাজা আলী দার।   রাইজিংবিডি/ঢাকা/২০ মে ২০১৭/ইয়াসিন/পরাগ