খেলাধুলা

১৯ বছর পর চ্যাম্পিয়নস লিগে নেই আর্সেনাল!

ক্রীড়া ডেস্ক : এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা আগেই নিশ্চিত করেছিল চেলসি। দ্বিতীয় স্থানে থাকা নিশ্চিত হয়েছিল টটেনহামেরও। পরের দুটি স্থানে শেষ পর্যন্ত কারা থাকে, সেটাই ছিল দেখার। এই চার দলই যে খেলবে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে। শেষ দুটি স্থানের জন্য লড়াইটা হয়েছে ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও আর্সেনালের মধ্যে। কাল শেষ রাউন্ডে তিন দলই নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে। তবে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে সিটি আর লিভারপুল। টানা ১৯ মৌসুম চ্যাম্পিয়নস লিগে খেলার পর এই প্রথম ইউরোপ সেরার মঞ্চে থাকছে না আর্সেনাল! লিগ শেষে চ্যাম্পিয়ন চেলসির পয়েন্ট ৯৩, টটেনহামের ৮৬। ৭৮ পয়েন্ট নিয়ে তিনে সিটি, ৭৬ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল। এক পয়েন্ট কম নিয়ে পাঁচে আর্সেনাল। ৬৯ পয়েন্ট নিয়ে ছয়ে থেকে লিগ শেষ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের শীর্ষ তিন দল আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলবে। চতুর্থ স্থানে থাকা লিভারপুল খেলবে প্লে-অফে। ২০১৪-১৫ মৌসুমের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগে খেলবে ‘অল রেড’রা। ম্যানচেস্টার ইউনাইটেডেরও চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনা আছে। এজন্য তাদের আগামী বুধবার ইউরোপা লিগের ফাইনালে আয়াক্সকে হারাতে হবে। প্রায় দুই দশক পর চ্যাম্পিয়নস লিগে উঠতে ব্যর্থ হওয়া আর্সেনাল আগামী শনিবার এফএ কাপের ফাইনালে চেলসির কাছে হারলে ট্রফিহীন মৌসুম শেষ করবে।

   

রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৬/পরাগ