খেলাধুলা

লা লিগার এই আসরের শীর্ষ দশ গোলদাতা

ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ লা লিগার ২০১৬-১৭ মৌসুম শেষ হয়েছে রোববার রাতে। বার্সেলোনাকে পেছনে ফেলে শিরোপা জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের তত্ত্বাবধানে পাঁচ বছর পর লা লিগার শিরোপা জিতেছে রিয়াল। এটা তাদের ৩৩তম শিরোপা। রিয়াল মাদ্রিদ লিগের ৩৮ ম্যাচেই গোল পেয়েছে। কিন্তু তাদের খেলোয়াড়দের কেউ সর্বোচ্চ গোলদাতাদের সেরা দুইয়ে নেই। তিন নম্বরে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই আসরে ২৯ ম্যাচ খেলে ২৫ গোল করেছেন তিনি। অন্যদিকে শীর্ষে থাকা লিওনেল মেসি করেছেন ৩৭ গোল। তিনি অবশ্য এই আসরে বার্সেলোনার হয়ে ৩২ ম্যাচে মাঠে নেমেছেন। দুইয়ে থাকা লুইস সুয়ারেজ করেছেন ২৯ গোল। তিনি মাঠে নেমেছেন ৩৪ ম্যাচে। চলুন দেখে নেওয়া যাক লা লিগার সদ্য সমাপ্ত আসরের শীর্ষ দশ গোলদাতার তালিকা। লা লিগার সেরা দশ গোলদাতা : ক্র.নং    খেলোয়াড়            ক্লাব            গোল ০১    লিওনেল মেসি        বার্সেলোনা         ৩৭ ০২    লুইস সুয়ারেজ        বার্সেলোনা        ২৯ ০৩    ক্রিস্টিয়ানো রোনালদো    রিয়াল মাদ্রিদ        ২৫ ০৪    লাগো আসপাস        সেল্টা ভিগো        ১৯ ০৫    অ্যান্তোনিও গ্রিজমান        অ্যাটলেটিকো মাদ্রিদ        ১৬ ০৬    আদুরিজ            অ্যাথলেটিক বিলবাও    ১৬ ০৭    আলভারো মোরাতা        রিয়াল মাদ্রিদ        ১৫ ০৮    স্যান্দ্রো রামিরিস        মালাগা            ১৪ ০৯    জেরার্ড মরেনো        এস্পানিওল        ১৩ ১০    রুবেন ক্যাস্ট্রো        রিয়াল বেটিস        ১৩। রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৭/আমিনুল