খেলাধুলা

ফিরেই নাসিরের দুর্দান্ত সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক : যেখানে শেষ করে গিয়েছিলেন, ঠিক সেখান থেকেই যেন শুরু করলেন নাসির হোসেন! ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম চার ম্যাচ খেলে নাসির জাতীয় দলের সঙ্গে গিয়েছিলেন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে। লিগে তিনি চার ম্যাচের তিনটিতেই অপরাজিত ছিলেন। করেছিলেন একটি সেঞ্চুরি, একটি ফিফটি।

ত্রিদেশীয় সিরিজে একটির বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি নাসির। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে শুরুতে সহজ ক্যাচ ফেললেও বল হাতে নিয়েছিলেন ২ উইকেট। দল আগেই জিতে যাওয়ায় সুযোগ পাননি ব্যাটিংয়ের। আয়ারল্যান্ড থেকে ফিরে আজ প্রিমিয়ার লিগে খেলতে নেমেই দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। ১১৩ বলে ৭ চার ও ৬ ছক্কায় ১৩৪ রানের ইনিংস খেলেছেন নাসির। ফতুল্লায় সুপার লিগের ম্যাচে নাসিরের দল গাজী গ্রুপ শেখ জামালের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ৩৫০ রান। ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ না ছাড়লে নাসিরের ইনিংসটা আরো বড় হতে পারত। এটিই তার লিস্ট ‘এ’ ক্যারিয়ার সেরা ইনিংস।

নাসির ছাড়াও জাতীয় দলের আরেক ব্যাটসম্যান মুমিনুল হক ৬১ বলে করেছেন ৬৬। ভারতের গুরকিরাত সিং ৬০ বলে করেছেন ৭৪। পঞ্চম উইকেটে নাসির-গুরকিরাত গড়েন ১৪৭ রানের বড় জুটি। রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৭/পরাগ