খেলাধুলা

ভারতীয় পেসে পুড়ল নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক : ভারতের পেস বোলিংয়ের আগুনে পুড়ল নিউজিল্যান্ড। চ্যাম্পিয়নস ট্রফির মূল পর্ব শুরুর আগে প্রস্তুতি ম্যাচে মাত্র ১৮৯ রানে অলআউট হয়েছে কিউইরা। লন্ডনের কেনিংটন ওভালে রোববার টস জিতে ব্যাট করতে নেমেছিল নিউজিল্যান্ড। তবে লুক রনকি ও জিমি নিশাম ছাড়া কিউইদের আর কেউ ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি। মোহাম্মদ শামি গুঁড়িয়ে দিয়েছেন কিউইদের টপ অর্ডার। দলীয় ২০ রানে মার্টিপ গাপটিলকে ফিরিয়ে শুরুটা করেছিলেন শামি। ডানহাতি পেসার ৬৩ রানে পরপর দুই বলে ফিরিয়েছেন কেন উইলিয়ামসন ও নেইল ব্রুমকে। আরেক পেসার ভুবনেশ্বর গুঁড়িয়ে দিয়েছেন কিউইদের লেজ। আর মিডল অর্ডার ভুগেছে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার স্পিনে। তাতে ৩৮.৪ ওভারে ১৮৯ রানেই গুটিয়ে গেছে কিউইদের ইনিংস। সর্বোচ্চ ৬৩ রান করেছেন ব্রুম। নিশাম অপরাজিত ছিলেন ৪৬ রানে। দুই অঙ্ক ছুঁয়েছেন আর কেবল দুজন। এর সর্বোচ্চ রান ১৩! সেটা কোরি অ্যান্ডারসনের। শামি ও ভুবনেশ্বর নিয়েছেন ৩টি করে উইকেট। শামি ৮ ওভারে রান দিয়েছেন ৪৭, ‘ভুবি’ ৬.৪ ওভারে ২৮। জাদেজা নিয়েছেন ২ উইকেট, অশ্বিন একটি। অপর উইকেটটি উমেশ যাদবের। রাইজিংবিডি/ঢাকা/২৮ মে ২০১৭/পরাগ