খেলাধুলা

ক্রিকেট অস্ট্রেলিয়ার ঝামেলা মধ্যস্থতা করবে সরকার!

ক্রীড়া ডেস্ক : বেতন-ভাতা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বিবাদের মধ্যস্ততা করবে অস্ট্রেলিয়া সরকার। দেশটির কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী গ্রেগ হান্ট এমন কিছুরই ইঙ্গিত দিয়েছেন। বেতন-ভাতা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে স্মিথ, ওয়ার্নারদের ঝামেলা চলছে দীর্ঘদিন ধরে। এরই মধ্যে অ্যাশেজ বয়কট করার হুমকিও দিয়েছেন তারা। গত পরশু ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া সমঝোতার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ক্রিকেটারদের সংগঠন এসিএ। সমঝোতা না হওয়ায় অ্যাশেজের জন্য দল গঠন করতে পারছে না ক্রিকেট অস্ট্রেলিয়া।   ঝামেলা এড়াতে ‘প্রয়োজনে’ অস্ট্রেলিয়া সরকার সমঝোতা করতে রাজী। তবে পেশাদার খেলাধুলায় সরকার কাজ করতে অনিচ্ছুক। সংশ্লিষ্ট বোর্ড কিংবা সংস্থার ওপর দায়িত্ব ছেড়ে দিতে ইচ্ছুক তারা। কিন্তু সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও ক্রিকেট অস্ট্রেলিয়ার বিদ্যমান ঝামেলার সমঝোতার জন্য কাজ করতে আগ্রহী সরকার। চলতি বছরের শেষের দিকে অ্যাশেজ সিরিজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। গৌরবের সিরিজের জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে প্রস্তুতির শুরুতেই পিছু পা হতে হচ্ছে তাদেরকে। দ্রুত ক্রিকেটারদের সঙ্গে সমঝোতা করতে চাচ্ছে। ক্রীড়ামন্ত্রী গ্রেগ হান্ট এবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমরা কোনোভাবেই অ্যাশেজে খর্বশক্তির দল নিয়ে খেলতে রাজী নই। আমরা দ্বিতীয় সারির কোনো দলও দেখতে রাজী নই। যদিও এখনও অ্যাশেজ শুরু হতে ছয় মাস সময় আছে। আমরা শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করব। যদি সমস্যা সমাধান না হয় আমরা আলোচনার জন্য ভালো কর্মকর্তা নিয়োগ করব।’ রাইজিংবিডি/ঢাকা/২৯ মে ২০১৭/ইয়াসিন/টিপু