খেলাধুলা

কোহলির আরেকটি রেকর্ড ভাঙলেন আমলা

ক্রীড়া ডেস্ক : স্টিভেন ফিনের শর্ট বলটি স্কয়ার লেগ দিয়ে পাঠিয়ে দিলেন বাউন্ডারিতে। সঙ্গে সঙ্গে মাইলফলকে পৌঁছে গেলেন হাশিম আমলা। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সাত হাজার রান পূর্ণ করেছেন। তিনি ভেঙে দিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড। ২০১৬ সালের জানুয়ারিতে কোহলি ৭ হাজার রান পূর্ণ করেছিলেন ১৬১তম ইনিংসে। তিনি ভেঙে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের ১৬৬ ইনিংসের আগের রেকর্ড। এবার আরেক দক্ষিণ আফ্রিকান ভাঙলেন কোহলির রেকর্ড। সাত হাজার রান পূর্ণ করতে সোমবার লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আমলার প্রয়োজন ছিল ২৩। ব্যক্তিগত ২২ থেকে ফিনকে চার হাঁকিয়ে মাইলফলকে পৌঁছান তিনি। এটি তার ১৫০তম ইনিংস। কোহলির চেয়ে ১১ ইনিংস কম খেলেই নতুন রেকর্ড গড়লেন প্রোটিয়া ব্যাটসম্যান। ওয়ানডেতে দ্রুততম ২ হাজার, ৩ হাজার, ৪ হাজার, ৫ হাজার ও ৬ হাজার রানের রেকর্ডও আমলার। ২০১৫ সালে কোহলিকে ছাড়িয়েই ৬ হাজার রানের রেকর্ড গড়েছিলেন তিনি। এবার কোহলির ৭ হাজার রানের রেকর্ডও নিজের করে নিলেন ৩৪ বছর বয়সি ব্যাটসম্যান। রাইজিংবিডি/ঢাকা/২৯ মে ২০১৭/পরাগ