ক্রীড়া ডেস্ক : ১৯৬৬ সালে ফুটবল বিশ্বকাপ জয়ের পর ফিফার বড় কোনো আসরে শিরোপা জিততে পারেনি ইংল্যান্ড। ৫১ বছরের না পাওয়ার ক্ষতে এবার হয়তো কিছুটা মলম লেপন করতে পারবে ইংলিশরা। ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। রোববার এই টুর্নামেন্টের ফাইনালে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে থ্রি লায়ন্সরা। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শিরোপা জিততে আজ ভেনেজুয়েলার বিপক্ষে দুর্দান্ত লড়াই হয় ইংলিশদের। ইংল্যান্ডের শিরোপা জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন কালভার্ট-লিউইন। প্রথমার্ধে বিশ্রামে যাওয়ার ১০ মিনিট আগে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। তবে মর্যাদার ফাইনালে ইংলিশদের শিরোপা জয়ে ফ্রিডি উডম্যানকেও বিশেষভাবে কৃতিত্ব দিতে হবে। কেননা দ্বিতীয়ার্ধে ভেনেজুয়েলার একটি পেনাল্টি শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডকে রক্ষা করেন নিউক্যাসলে খেলা ইংলিশ এ গোলরক্ষক। ম্যাচের ৭৪ মিনিটে অ্যাডবার্তো পেনারান্দা পেনাল্টি মিসের পর আর খেলায় ফেরা সম্ভব হয়নি ভেনেজুয়েলার। ম্যাচের বাকি সময়ে দুর্দান্ত সব প্রচেষ্টা চালালে গোলের শোধ দিতে পারেনি তারা। ফলে শেষপর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই চ্যাম্পিয়ন হওয়ার উচ্ছ্বাসে মাতে পল সিম্পসনের শিষ্যরা। আর এর মধ্য দিয়ে প্রথম বারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ইংল্যান্ড। রাইজিংবিডি/ঢাকা/১১ জুন ২০১৭/শামীম