খেলাধুলা

শ্রীলঙ্কা সফরের আগে কোচ পাচ্ছে না কোহলি-ধোনিরা

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানে কাছে হারার দুদিন পর পদত্যাগ করেন ভারতের কোচ অনিল কুম্বলে। তার পদত্যাগের কারণ হিসেবে সংবাদ মাধ্যম জানাচ্ছে কোহলির সঙ্গে বিবাদ। কুম্বলের পদত্যাগের পর নতুন কোচের জন্য আরো আবেদন চেয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রন বোর্ড (বিসিসিআই)। যদি কেউ ভারতের কোচ হতে চায় তাহলে এক সপ্তাহের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। এরপর সেগুলো যাচাই-বাছাই করে নতুন কোচ নিয়োগ দেবে বিসিসিআই। সে হিসেবে আসন্ন শ্রীলঙ্কা সফরের আগে নতুন কোচ পাচ্ছে না কোহলি-ধোনিরা। প্রধান কোচ ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সফর করবে ভারত। নতুন কোচ নিয়োগ দেওয়ার বিষয়ে বিসিসিআইয়ের জেষ্ঠ্য কর্মকর্তা রাজীব শুক্লা বলেন, ‘কোহলি ও কুম্বলের মধ্যকার বিবাদ মিটানোর জন্য বোর্ড সবরকম প্রচেষ্টা চালাচ্ছে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে ইতিমধ্যে কোহলি ও কুম্বলের সঙ্গে কথা বলেছেন। সবরকম চেষ্টা চলালেও কোনো সুফল পাওয়া যায়নি। কারণ, কুম্বলে আর কোচের পদে ফিরতে আগ্রহী নন। বিসিসিআই কুম্বলের উজ্জ্বল ভবিষ্যত ও সাফল্য কামনা করছে। পাশাপাশি নতুন কোচ খুঁজতে শুরু করেছে। আসন্ন শ্রীলঙ্কা সফরের আগেই নতুন কোচ নিয়োগ দেওয়া হবে এবং তিনি হবেন ভারতের সেরা কোচ।’ গুঞ্জন চলছে কোহলির সঙ্গে বিবাদের কারণেই কুম্বলে কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে রাজীব শুক্লা বলেন, ‘এগুলো সব গুজব। আমরা সব খেলোয়াড়ের সঙ্গেই এ বিষয়ে কথা বলেছি। সবার কথাকেই আমরা গুরুত্ব দিচ্ছি।’ রাইজিংবিডি/ঢাকা/২১ জুন ২০১৭/আমিনুল