খেলাধুলা

অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা সিরিজের প্রাথমিক দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক : আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট দল যাবে দক্ষিণ আফ্রিকা সফরে। দুই সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে ২৯ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৯ ক্রিকেটারকে নিয়ে আগামী ১০ জুলাই কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে বিসিবি। ক্রিকেটারদের সেদিন সকাল ১০টায় রিপোর্ট করতে বলা হয়েছে। প্রাথমিক দল​: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশীস রায়, কামরুল ইসলাম রাব্বী, রুবেল হোসেন, কাজী নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক বিজয়, আবুল হাসান রাজু, আল-আমিন হোসেন, নাসির হোসেন, মুক্তার আলী, তানভীর হায়দার, সাকলায়েন সজীব ও শফিউল ইসলাম। জাতীয় দলে সদ্য খেলা সব ক্রিকেটারই প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন। টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হককে রাখা হয়েছে। নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে থাকা নাসির হোসেন, শুভাশীস রায়ও আছেন। ফিরেছেন এনামুল হক বিজয়, আবুল হাসান রাজু, আল-আমিন হোসেন, সাকলায়েন সজীব ও তানভীর হায়দার। এনামুল হক বিজয় সবশেষ টেস্ট খেলেছিলেন ২০১৪ সালে। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০১৫ সালের নভেম্বরে। পেসার আল-আমিন হোসেন গত বছরের মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে দলের বাইরে। ঘরোয়া ক্রিকেটে ভালো করায় আবারও ফিরে আসার সুযোগ পেয়েছেন ডানহাতি এ পেসার। এছাড়া নিউজিল্যান্ডে অভিষেক হওয়া লেগ স্পিনার তানবীর হায়দার ও আরেক স্পিনার সাকলায়েন সজীবকেও নেয়া হয়েছে।   রাইজিংবিডি/ঢাকা/২২ জুন ২০১৭/ইয়াসিন/পরাগ