খেলাধুলা

ইমাদ শীর্ষে, মুস্তাফিজ ছয়ে

ক্রীড়া ডেস্ক: আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। দুইয়ে আছেন জসপ্রিত বুহরাহ। শীর্ষে থাকা ইমরান তাহির তিনে নেমে গেছেন। ইংল্যান্ডের বিপক্ষে বাজে পারফরম্যান্সের কারণে শীর্ষস্থান হারিয়েছেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির। দুই ম্যাচে মাত্র এক উইকেট পেয়েছেন তাহির। তাহিরের অবনমন হওয়ায় উন্নতি হয়েছে ইমাদ ওয়াসিম ও জসপ্রিত বুমরাহর। ক্যারিয়ারে প্রথমবারের মতো শীর্ষে উঠলেন ইমাদ ওয়াসিম। চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন বাঁহাতি এ স্পিনার। বোলারদের র‌্যাঙ্কিংয়ে প্রথম তিনটি পজিশনে পরিবর্তন হলেও পরের স্থানগুলো অপরিবর্তিত রয়েছে। ছয়ে অবস্থান করছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নয়ে রয়েছেন সাকিব আল হাসান। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসেনি। সাকিব আল হাসান সবার শীর্ষে রয়েছেন। ব্যাটিংয়ে বিরাট কোহলি, অ্যারণ ফিঞ্চ ও কেন উইলিয়ামসন সবার শীর্ষে রয়েছেন।  ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সর্বাধিক ১৪৬ রান করে ১২ ধাপ এগিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। র‌্যাঙ্কিংয়ে ২০ নম্বরে রয়েছেন মারকুটে এ ব্যাটসম্যান। ১০৩ রান করা জেসন রয় ২৬ ধাপ এগিয়ে ২৫তম স্থানে এসেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জেতায় র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে ইংল্যান্ড। ১২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নরা। ১২১ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে পাকিস্তান। ১২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ড। এদিকে টি-টোয়েন্টি সিরিজ হারায় র‌্যাঙ্কিংয়ে কোনো প্রভাব পড়েনি দক্ষিণ আফ্রিকার। তবে এক রেটিং পয়েন্ট হারিয়েছে তারা। ১১০ রেটিং পয়েন্ট তাদের। রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৭/ইয়াসিন