খেলাধুলা

টেস্ট ক্রিকেট ছাড়ছেন ভিলিয়ার্স!

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। আগস্টেই নিজের সিদ্ধান্ত জানাতে পারেন ভিলিয়ার্স। তবে ক্রিকেট সাউথ আফ্রিকা যদি তাকে টেস্ট ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা বলেন তাহলে নিজের সিদ্ধান্ত থেকে সরেও আসতে পারেন ডানহাতি এ ব্যাটসম্যান! গত বছর ভিলিয়ার্স টেস্ট ক্রিকেট ছাড়ার কথা ক্রিকেট সাউথ আফ্রিকাকে জানিয়েছিলেন। কিন্তু সে সময় বোর্ড থেকে তাকে খেলা চালিয়ে যাওয়ার কথা বলা হয়। আগস্টে নতুন কোচ পাবে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চালিয়ে যাওয়ার উদ্দেশ্যেই সাদা জার্সি তুলে রাখতে চাইছেন ভিলিয়ার্স। ভিলিয়ার্স বলেছেন,‘আমার স্বপ্ন দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপ জয় করা অথবা কোনো না কোনোভাবে এর অংশ হওয়া।’ দুই মাসের ছুটিতে যাওয়ার আগে রোববার কার্ডিফে ভিলিয়ার্স বলেন,‘আগামী কয়েক বছর কী ঘটবে তা নিয়ে আগস্টে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে আলোচনায় বসব।’ টেস্ট ক্রিকেট ছাড়ার আরেকটি কারণও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা জানতে পেরেছেন। কনুইয়ের ইনজুরির কারণে ভিলিয়ার্স নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেননি। পরবর্তী সীমিত পরিসরে ফিরেও ভালো করতে পারেননি। ইনজুরির কথা মাথায় রেখেই টেস্ট ছাড়তে চাইছেন ভিলিয়ার্স। রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৭/ইয়াসিন