খেলাধুলা

প্রথমবার সেরা দশে সাব্বির

ক্রীড়া ডেস্ক : গত এপ্রিলের পর ব্যাট হাতে নামেননি। কিন্তু র‍্যাঙ্কিংয়ের চাকা তো থেমে নেই। অন্যদের অবনমন রাখল প্রভাব। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে সাব্বির রহমানের অবস্থান এখন দশ নম্বরে। এই প্রথম আইসিসির কোনো র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উঠে এলেন বাংলাদেশের ডানহাতি ব্যাটসম্যান। গত জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্ট (৬৫০) অর্জন করেছিলেন সাব্বির। তখন তিনি সেরা দশে ছিলেন না। সর্বশেষ তিনি টি-টোয়েন্টি খেলেছেন গত এপ্রিলে শ্রীলঙ্কা সফরে। আগের রেটিং পয়েন্ট কমে হয়েছে ৬২৭। তবে অন্যদের অবনমন তাকে সেরা দশে স্থান করে দিয়েছে। মঙ্গলবার প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের শীর্ষ তিনটি স্থান ধরে রেখেছেন বিরাট কোহলি, অ্যারন ফিঞ্চ ও কেন উইলিয়ামসন। ইমাদ শীর্ষে, মুস্তাফিজ ছয়ে 

   

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৭/পরাগ