খেলাধুলা

রেকর্ড পরিমাণ টাকায় আইপিএলের টাইটেল স্পন্সর ভিভো

ক্রীড়া ডেস্ক : ২০০৮ সালে শুরু হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল। ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত আইপিএলের টাইটেল স্পন্সর ছিল ডিএলএফ । সে সময় তারা প্রতি মৌসুমের জন্য ৪০ কোটি রূপি করে দিয়েছিল। এরপর ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত আইপিএলের টাইটেল স্পন্সর ছিল পেপসি। তারা প্রতি মৌসুমের জন্য দিয়েছিল ৭৯.২ কোটি রূপি করে। গেল দুই আসরের আইপিএলের টাইটেল স্পন্সর ছিল চীনের মোবাইল প্রস্তুতকারি প্রতিষ্ঠান ভিভো। গেল দুই মৌসুমে ২০০ কোটি রূপি দিয়েছিল তারা। আজ মঙ্গলবার ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত (পাঁচ বছরের জন্য) আইপিএলের পৃষ্ঠপোষক হয়েছে ভিভো। এ জন্য তারা দিচ্ছে ২ হাজার ১৯৯ কোটি রূপি (২ হাজার ৭৪৯ কোটি টাকা)। প্রতি মৌসুমের জন্য তারা দিবে ৪৩৯.৮ কোটি রূপি করে। সে হিসেবে আইপিএলের পৃষ্ঠপোষক হওয়ার মূল্য এক লাফে ৪৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে! দ্বিতীয় সর্বোচ্চ দর হাঁকিয়েছিল চীনের আরেক মোবাইল প্রস্তুতকারি প্রতিষ্ঠান অপ্পো। তারা ১ হাজার ৪৩০ কোটি রূপি দিতে চেয়েছিল। ভিভোকে টাইটেল স্পন্সর হিসেবে পাওয়ার বিষয়ে আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্লা বলেন, ‘ভিভোকে আরো একবার আমাদের পাশে পেয়ে আমরা আনন্দিত। তারা আগামী পাঁচ মৌসুমের জন্য আইপিএলের টাইটেল স্পন্সর হয়েছে। গেল দুই আসরে তারা আমাদের দারুণভাবে সহযোগিতা ও সমর্থন দিয়েছে। আশা করছি ভবিষ্যতে তারা তাদের অবদান আরো বৃদ্ধি করবে এবং ভালো করবে।’ রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৭/আমিনুল