খেলাধুলা

১০ জুলাই ভারতের কোচ প্রার্থীদের সাক্ষাৎকার

ক্রীড়া ডেস্ক : ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, ভারতের কোচ হতে আগ্রহীদের সাক্ষাৎকার আগামী ১০ জুলাই । আইএএনএসকে গাঙ্গুলী বলেন,‘ভারতের কোচ হতে যারা আগ্রহ প্রকাশ করে আবেদন করেছেন তাদের সাক্ষাৎকার ১০ জুলাই নেওয়া হবে। মুম্বাইয়ে সাক্ষাৎকারটি নেওয়া হবে।’ ভারতের কোচ হতে আগ্রহ প্রকাশ করে বিসিসিআইয়ের কাছে আবেদন করেছেন বীরেন্দর শেবাগ, টম মুডি, লালচাঁদ রাজপুত, রিচার্ড পাইবাস, দোদ্দা গানেশ, রবি শাস্ত্রী এবং ভেঙ্কটেশ প্রসাদ। চ্যাম্পিয়নস ট্রফির পর গত ২০ জুন ভারতের কোচ পদ থেকে পদত্যাগ করেন অনিল কুম্বলে। বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টা কমিটি ভারতের পরবর্তী কোচ নির্বাচন করবেন। এ কমিটিতে রয়েছেন সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার ও লক্ষ্মণ। কোচ ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সফর করছে ভারত। কিছুদিন আগে সৌরভ গাঙ্গুলী বলেন, ‘ক্রিকেট অধিনায়কের খেলা। কোচ হচ্ছে এমন একজন যে খেলাটাকে শুধু পরিচালনা করবেন। কিন্তু মাঠের কাজটা পুরোটাই অধিনায়কের কাজ।’ ‘শুধুমাত্র ভালো প্রেজেন্টেশন দিলেই ভালো কোচ হওয়া সম্ভব নয়। অনেক কিছু নির্ভর করে কোচ হওয়ার পিছনে। যেমন-মানব ব্যবস্থাপনা দক্ষতা, পরিস্থিতি বোঝার দক্ষতা। এগুলো ভালো কোচের থাকতেই হবে। আমরা এমন কাউকেই খুঁজছি যে টিম ইন্ডিয়ার জন্য পারফেক্ট।’ চলতি মাসের ৯ তারিখ ভারতের কোচ হওয়ার জন্য আবেদন করার শেষ দিন।

   

রাইজিংবিডি/ঢাকা/৩ জুলাই ২০১৭/ইয়াসিন/টিপু