খেলাধুলা

ম্যানইউতে থেকে যেতে পারেন ইব্রা

ক্রীড়া ডেস্ক : আগামী মৌসুমেও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা চালিয়ে যেতে পারেন জ্লাতন ইব্রাহিমোভিচ। ইংলিশ গনমাধ্যম ‘দ্য মিররের’ প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। জানুয়ারি থেকেই নাকি মাঠে নামার জন্য প্রস্তুতি নিতে পারেন সুইডিশ এ স্ট্রাইকার। গত মৌসুমের শেষের দিকে হাঁটুর লিগামেন্ট ছিড়ে যাওয়ায় মৌসুম শেষ হয়ে যায় ইব্রার। ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে বলে এবার দলবদলের বাজারেও ইব্রাকে নিয়ে বেশি আগ্রহী দেখায় না ইউরোপের ক্লাবগুলো। গত মাসের ৩০ তারিখেই ম্যানইউর সঙ্গে এক বছরের মেয়াদ শেষ হয়ে গেছে ইব্রার। তবে বার্সেলোনার প্রাক্তন এ তারকার প্রতি আগ্রহী রয়েছেন ম্যানইউর বর্তমান কোচ হোসে মরিনহো। তাই চোটে সেরে উঠলে আবারও রেড ডেভিলসদের হয়ে মাঠে দেখা যেতে পারে বুড়ো ইব্রাকে। এর আগে ইব্রা নিজেও ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ইতিমধ্যেই ক্যারিংটনে ইনজুরি সেরে উঠার ম্যানইউর প্রস্তুাব গ্রহন করেছেন ইব্রা। পিএসজি থেকে গত মৌসুমে ম্যানইউতে যোগ দিয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন তিনি। পরিপূর্ণ ফিটনেস ফিরে পেলে ফর্মে থাকা ইব্রাকে নিয়ে নুতন করে ভাবতে পারে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। রাইজিংবিডি/ঢাকা/৯ জুলাই ২০১৭/শামীম